আপনজন ডেস্ক: হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে সিলেট বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। বুধবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশু লাল দাশ। তিনি বলেন, নিরীহ একজন স্বাস্থ্যকর্মীকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা খুবই নেক্কারজনক। এ ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই। ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে সিলেট বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়া হবে। হবিগঞ্জ জেলা বিএমএ’র সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী বলেন, সাইফুল ইসলাম করোনার সময় হাজার হাজার মানুষকে সেবা দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি করোনার নমুনা সংগ্রহ করেছেন। আজ এই ছেলেটাকে নির্মমভাবে খুন করা হয়েছে। এতে শুধু আমরা স্বাস্থ্যকর্মীরা নই, পুরো হবিগঞ্জের মানুষ মর্মাহত। স্বাস্থ্য বিভাগ যে কর্মসূচি ঘোষণা দেবে আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।
প্রতিবাদ সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল করেন। এরআগে মঙ্গলবার হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct