আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে পিয়ন, গাড়িচালক ও প্রহরীর ১৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এই পদে চাকরি পেতে পরীক্ষায় অংশ নেয় প্রায় ১১ হাজার পরীক্ষার্থী। এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয় ন্যূনতম যোগ্যতা ছিল দশম শ্রেণি পাস। কিন্ত আবেদনকারীর মধ্যে ছিলেন দেশটির স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং ও এমবিএ পাস। ছিলেন সিভিল জজ পদের প্রার্থীরাও।
গত শনি ও রবিবার এই পরীক্ষার আয়োজন করা হয়। এতে শুধু মধ্যপ্রদেশের বেকার যুবকেরা পরীক্ষা দিতে আসেননি, এসেছেন পাশের উত্তরপ্রদেশ থেকেও।
পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থী অজয় বাঘেল বলেন, আমি বিজ্ঞানে স্নাতক। আমি পিয়ন পদের জন্য আবেদন করেছি। যারা পিএইচডি করেছেন তারাও এই লাইনে দাঁড়িয়েছেন।
জিতেন্দ্র নামে আরেক পরীক্ষার্থী যিনি আইনে স্নাতক পাশ করেছেন বলেন, আমি গাড়িচালক পদের জন্য আবেদন করেছি। এছাড়া আমি জাজের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি মাধব কলেজ থেকে। এমন পরিস্থিতি হয়েছে বই কেনার মত টাকা নেই। তাই ভেবেছি যদি একটা কাজ পেয়ে যাই।
আলতাফের মত আরো কিছু পরীক্ষার্থী যারা বিভিন্ন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছেন এনডিটিভিকে বলেন, আমি একজন স্নাতক পাশ এবং আমি পিয়ন পদের চাকরির জন্য উত্তর প্রদেশ থেকে এসেছি।
সম্প্রতি মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, আমরা প্রতিবছরে এক লাখ নিয়োগ দিতে চাই। সবাই সরকারি চাকরি চায় কিন্তু আমি সত্যিটা বলতে চাই সবাইকে সরকারি দেওয়ার মত সুযোগ নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct