জৈদুল সেখ, আপনজন: অমৃতাভ মাত্র তিরিশ সেকেন্ডের শব্দের জাদুতে তৈরী করলেন বিশ্ব রেকর্ড। সারা বিশ্বে রেকর্ড ছিল এক আমেরিকাবাসীর তিরিশ সেকেন্ডে আটাশটি পশুপাখির শব্দ। সেই রেকর্ড ভেঙে মাত্র তিরিশ সেকেন্ড ছত্রিশটি পশুপাখির শব্দ করে বিশ্ব রেকর্ড গড়লেন অমৃতাভ মণ্ডল তার মেধার কালবৈশাখীতে খড়কুটোর মতো উড়ে গেল অস্ট্রেলিয়া, আমেরিকার রেকর্ড। এই কীর্তির জন্য তিনি ব্রাভো ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, ক্রিডেন্স বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, চ্যাম্পিয়ন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, ইউনিক বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে স্বীকৃতি স্বরূপ ট্রফি, সার্টিফিকেট, মেডেল, মোমেন্টো পেয়েছেন। গুগল সার্চে ‘মোস্ট ইউনিক অ্যানিমাল সাউন্ড মেড ইন থার্টি সেকেন্ড’ টাইপ করলেই পাওয়া যাবে অমৃতাভের কীর্তি।
বর্তমানে বহরমপুরের মধুপুরের বাসিন্দা বছর ৪৭-এর অমৃতাভ মণ্ডল পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। ভরতপুরের টেঁয়া বায়েনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। বিভিন্ন পাখির আওয়াজে সকলকে মাতিয়ে রাখার জন্য তিনি হরবোলা নামে পরিচিত হয়ে উঠেছেন। এলাকার বাসিন্দারা তাঁর কাছে প্রায়ই বিভিন্ন পশু, পাখির ডাক শোনানোর জন্য অনুরোধ করেন। তিনি বলেন, প্রায় ৪০ ধরনের পশু-পাখির ডাক নকল করতে পারি। সিংহ, জেব্রা, শিয়াল, হাতি বা অন্যান্য পশুর ডাক শোনানোর জন্য স্কুলের ছাত্রছাত্রীরাও আবদার করে। মৌমাছির গুঞ্জন, হাঁস বা অন্য পাখির ডাক অনুকরণ করতে পারি। বসন্তকালে আমার ডাক শুনে কোকিল পাল্লা দেয়। এছাড়া বিভিন্ন ধরনের শব্দও অনুকরণ করতে পারি। শিক্ষকের পরিবারের লোকজন জানান, বহুদিন আগে থেকেই তিনি ডাক নকল করতে পারেন। বিভিন্ন জায়গায় গিয়ে নাম না জানা পাখির ডাক শোনেন। পরে তা তিনি হুবহু নকল করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct