আপনজন ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যদিও এর আগে বলা হয়েছে ওমিক্রন ততটা বিপজ্জনক না।
ডব্লিউএইচও ওমিক্রন নিয়ে যেন কেউ আত্মতুষ্টিতে না ভোগে সে বিষয়েও সতর্ক করেছে।
ইউরোপের ডব্লিউএইচও কোভিড ইনসিডেন্ট ম্যানেজার ক্যাথরিন স্মলউড সতর্ক করে বলেছেন, ওমিক্রনের ব্যাপক সংক্রমণ... যদিও এই ধরন মৃদু মাত্রার রোগের সঙ্গে সম্পৃক্ততা ঘটায়। এরপরও বহু সংখ্যক মানুষকে এতে হাসপাতালে ভর্তি করাতে হতে পারে, বিশেষ করে যারা করোনার টিকা দেননি। এবং এতে বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে।
এদিকে এরই মধ্যে চীন, জার্মানি, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের সংক্রমণ রুখতে জারি করা হয়েছে নানা বিধিনিষেধ।
চীন ইতোমধ্যে লাখ লাখ মানুষকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। দেশটির জিয়ানের এক বাসিন্দা উইবোতে লিখেন, আমি নাখেয়ে মরার পথে, এখানে কোন খাবার নেই। এরমধ্যে আমাকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে। দয়া করে আমায় সাহায্য করুন।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ও ইউরোপের দেশগুলোতে করোনার হার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।
ওমিক্রনের কারণে বিশ্বব্যাপী বিমান চলাচলে বিপর্যয়, এমন অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র সোমবার ওমিক্রনের উপসর্গহীন আইসোলেশন মেয়াদ কমিয়ে অর্ধেক করার ঘোষণা দিয়েছে। তাই হু-এর বার্তায় মানুষের মধ্যে আরও আতঙ্ক বাড়ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct