আপনজন ডেস্ক: দিয়েগো মারাদোনার অনুরোধে নাপোলি দলে এনেছিল তাঁর ছোট ভাই হুগো মারাদোনাকে। হুগো সুযোগ পাননি মূল দলে খেলার। তবে গতকাল সেই নেপলসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ৫২ বছর বয়সী এই ফুটবলার। মারাদোনার মৃত্যুর ১৩ মাস পর না ফেরার দেশে তিনি। মঙ্গলবার নিজের বাড়ি থেকে হুগোর লাশ উদ্ধার করে পুলিশ। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পাওয়া হুগো খেলেছেন আর্জেন্টিনা, উরুগুয়ে, ইতালি, অস্ট্রিয়া, কানাডা, জাপানের ঘরোয়া লিগে।
১৯৯৯ সালে অবসরের পর নেপলসের এক নারীকে বিয়ে করে সেখানেই বসবাস করছিলেন হুগো। ২০২০ সালের নভেম্বরে মাত্র ৬০ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো মারাদোনা।তার মৃত্যু এখনও কাঁদায় তার ভক্ত-সমর্থকদের। এবার আরও কম বয়সে পরকালের পথে পাড়ি জমালেন তার ছোট ভাইও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct