বাবলু প্রামাণিক,কুলতলি,আপনজন: কিছুদিন আগে ধান ক্ষেতের মধ্যে একটি বাঘ দেখা গিয়েছিল। বনদপ্তরে আধিকারিকরা রাতের মধ্যে সেই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার কে খাঁচাবন্দি করেছিল। এবার তার বিপরীত ঘটনা ঘটলো প্রথম ঘটনা ঘটে ২৫ ডিসেম্বর। বৃহস্পতিবার মৎস্যজীবীরা কাঁকড়া ধরতে গিয়ে প্রথমে বাঘ কে দেখতে পায়। তড়িঘড়ি বনদপ্তর এর কর্মীরা বাঘ খোঁজা শুরু করে দেয়। বনকর্মীরা হতাশ হয়ে ফিরে আসে। শুক্রবার সকালের দিকে কুলতলির পিয়ালী নদীর আশপাশের এলাকায় বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল গ্রামবাসীদের।
গরানকাটি, শেখপাড়া, শনিবার বাঘ কে দেখা গিয়েছিল কেল্লা পর্যটক এলাকায় তড়িঘড়ি বনদপ্তর আধিকারিকরা ও প্রশাসনের আধিকারিকরা কেল্লা পর্যটক এলাকার থেকে পর্যটকদের সরিয়ে দেয়া হয়। সেদিনও বাঘ কে ধরতে পারল না বনদপ্তর এর আধিকারিকরা। রবিবার ডোঙ্গাবেরিয়া এলাকায় বাঘের গর্জন শুনতে পায় সেদিনও বাঘ কে ধরাগেল না বনদপ্তর এ নির্দেশের সমস্ত গ্রামবাসীরা গৃহবন্দি হয়ে পড়ে। এলাকায় শোনা যাচ্ছিল বাঘের গর্জন। বাঘেরপায়ের ছাপ। বাঘ তাড়ানোর জন্য কুলতলির শেখপাড়ার বাসিন্দারা লাঠিসোঁটা নিয়েও পাহারা দিচ্ছিলেন জঙ্গলের মধ্যে। এক সময় খুব কাছে চলে আসে বাঘ। ভয়ে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পা ভেঙেছে মোতালেব মোল্লা নামে এক যুবকের। আপাতত জামতলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত চার দিনে ক্রমাগত স্থান পরিবর্তন করায় সমস্যায় পড়তে হয়েছে পুলিশ ও বনকর্মীদের। এই পরিস্থিতিতে কুলতলি থানা ও বনদপ্তরের পক্ষ থেকে লাগাতার মাইক প্রচার করা হয়। জাল দিয়ে ঘিরে রাখা হয় এলাকাটি। পাতা হয় ছাগলের টপ দিয়ে জোড়া খাঁচা।তাও কোনভাবেই খাঁচায় আটকানো যাচ্ছিল না বাঘটিকে।বন আধিকারিক, ডিএফও সহ কনজারভেটর অব ফরেস্টও টানা কয়েকদিন ঘাঁটি গেড়ে ছিলেন কুলতলির শেখ পাড়া এলাকায়। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার কে খাঁচাবন্দি করাই এক প্রকার চ্যালেঞ্জ হয়ে উঠেছিল বনকর্মীদের কাছে। গোটা এলাকায় সিসিটিভি ক্যামেরা সহ ড্রোনের মাধ্যমে খোঁজ চালানো হলেও বাঘ ধরা না পড়ায় এলাকার লোকজন বনকর্মীদের প্রচেষ্টায় ক্ষুব্দ হচ্ছিলেন।
তবে মঙ্গলবার সকালে মিলল সাফল্য।ডোঙ্গাজোড়ার শেখপাড়া এলাকায় বাঘের দর্শন পাওয়া গেলে, বিন্দুমাত্র সময় নষ্ট না করে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি চালান। দুটি ঘুমপাড়ানো গুলি একটি বাঘের ঘাড়ে লাগে আর এক টি লাগে পায়ে। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর খাঁচাবন্দি কুলতলির লোকালয়ে ঢুকে পড়া বাঘ মামা। সেই সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার কে দেখতে প্রচুর পরিমাণে গ্রামবাসী ভিড় জমায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct