আপনজন ডেস্ক: সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্টে ম্যাচে উইকেট নেওয়ার আনন্দে মেতে উঠলেন মুহাম্মদ সিরাজ। রাসি ভ্যান দার দুসেনের উইকেট তুলে নেওয়ার পর ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টাইলে ‘সিউ’ সেলিব্রেশন করলেন তরুণ এই ভারতীয় বোলার।
অন্যদিকে, সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’ টেস্টে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ৩২৭ রানে অলআউট হলেও বোলাররা দক্ষিণ আফ্রিকাকে ১৯৭ রানে আটকে ফেলায় প্রথম ইনিংসে ১৩০ রানের বড়সড় লিড নেয় বিরাট কোহলির দল। এরপর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ১৬ রান করে লিডটাকে ১৪৬ রানে উন্নীত করেছে ভারত। সফরকারীদের হাতে আছে আরো ৯ উইকেট।
অথচ তৃতীয় দিনের শুরুটা একদম ভালো ছিল না ভারতের। তিন উইকেটে ২৭২ রান নিয়ে খেলতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে ৩২৭ রানে গুঁড়িয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস। ৫৫ রানে তাদের শেষ সাত উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের দারুণ ম্যাচে ফেরান কাগিসো রাবাদা-লুঙ্গি এনগিডি। প্রথম দিনের অপরাজিত সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল আউট ১২৩ রানে। আজিঙ্কা রাহানে ফেরেন ৪৮ রানে। এরপর অন্য ব্যাটারারও আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে সোয়া তিন শ ছুঁয়েই শেষ ভারতের প্রথম ইনিংস। তবু দিন শেষে স্বস্তি নেই প্রোটিয়াদের মনে। বোলারদের এনে দেওয়া সাফল্য ম্লান হয়ে গেছে ব্যাটারদের ব্যর্থতায়। ব্যাটিং বিপর্যয়ে দুই শ ছোঁয়ার আগেই শেষ প্রোটিয়ারা। পেস বোলিংয়ের অপূর্ব প্রদর্শনীতে স্বাগতিক ব্যাটিং লাইনে ধস নামান মোহাম্মদ সামি। ৪৪ রানে তাঁর শিকার পাঁচ উইকেট। ফলে টেস্টে ২০০ উইকেটের মাইলফলকও ছুঁলেন সামি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct