এহসানুল হক,বসিরহাট,আপনজন: বহুদিন ধরেই বিপদজনক ভাবেই রয়েছে বসিরহাট দু’নম্বর ব্লকের অন্তর্গত মাটিয়া শ্রীনগর পঞ্চায়েতের কুলতলা সেতু। বহু মানুষ এই কুলতলা সেতু দিয়ে নিত্যদিন যাতায়াত করেন। বহুদিন ধরে ভেঙে রয়েছে এই সেতু বড় গাড়ি পারাপার হতে পারে না ,খুবই অসুবিধার মধ্যে রয়েছেন এলাকার মানুষ। কিন্তু এবার আশার আলো কয়েক বছর পরে। এদিন সেতু পরিদর্শনে আসেন দক্ষিণবঙ্গ পরিবহনের ডিরেক্টর এবং বসিরহাট জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা। এদিন পূর্ত দপ্তরের আধিকারিকরাও সেতু পরিদর্শন করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরেই খারাপ অবস্থায় পড়ে রয়েছে কুলতলা সেতু। এপার ওপার বেশ কয়েক হাজার মানুষ এই কুলতলা সেতু দিয়ে পারাপার হন, কিন্তু জমি জটের কারণে নতুন সেতুর কাজ শুরু করা যাচ্ছিল না, এদিন এলাকার বিশিষ্ট মানুষদের সঙ্গে আলোচনায় বসেন বিভিন্ন আধিকারিক সহ এটিএম আব্দুল্লাহ রনি। সভাশেষে জানা যায়, আর কোন বাধা রইলো না এই সেতু তৈরিতে ।প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে এই সেতু তৈরি হবে বলে জানিয়েছেন তারা। এদিন উপস্থিত ছিলেন মাটিয়া শ্রীনগর পঞ্চায়েতের প্রধান মুস্তাক আহমেদ, বসিরহাট -২ নম্বরে ব্লকের সভাপতি মিহির ঘোষ, মালিতিপুর পঞ্চায়েত প্রধান রেজাউল ইসলাম, উপপ্রধান প্রেমেন্দ্র মল্লিক, উপস্থিত ছিলেন আরও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং। এটিএম আব্দুল্লাহ রনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই কুলতলা খারাপ সেতু দিয়ে বহু মানুষ প্রত্যেকদিন পারাপার হন, কিন্তু জমি জটের কারণে এই কুলতলা সেতু কাজ আমরা শুরু করতে পারিনি। আজ বিভিন্ন মানুষদের সঙ্গে বসে ছিলাম, তারা সবাই মিলে একটি সহমত দিয়েছেন।যাদের জমির সমস্যা রয়েছে ,সেই সমস্যা মেটানো হবে বলে তিনি জানিয়েছেন।সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সেতুর তৈরির কাজ শুরু হবে। এই সেতু হলে বহু মানুষ উপকৃত হবে বলে তিনি জানিয়েছেন। এলাকার বিকাশ রঞ্জন, মিহির ঘোষ ছাড়াও একাধিক ব্যক্তিরা বলেন, আমরা বহুদিন ধরেই ভগ্ন সেতুর ওপর দিয়ে পারাপার করতে হতো কোন উপায় ছিল না। জমিজট কাটিয়ে নতুন করে সেতুর কাজ শুরু হবে বলে জানতে পারছি। এটা ভালো লাগছে আমাদের, আমরা রনিদা কে ধন্যবাদ জানাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct