সেখ রিয়াজউদ্দিন,বীরভূম,আপনজন: এবিপি আনন্দের বীরভূম জেলা প্রতিনিধি বর্ষীয়ান সাংবাদিক গোপাল চট্টপাধ্যায় সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্ম ১৯৬৮ সালের ৮ ই নভেম্বর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর। সিউড়ি বিদ্যাসাগর কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করলেও ব্যাবসা লাইনে না গিয়ে সাংবাদিকতাতেই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। দীর্ঘ ১৭ বছর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। ২০০৪ সালে স্টার নিউজ, স্টার আনন্দ এবং জীবনের শেষ পর্যন্ত এবিপি আনন্দের সঙ্গে কাটিয়ে দিলেন। জেলার ঝুঁকিপূর্ণ খবর থেকে শুরু করে প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর সাক্ষাৎকার, এরকম বহু নিদর্শন রয়েছে খবরের জগতে। ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি। বর্ষীয়ান সাংবাদিকের আকস্মিক মৃত্যু সংবাদে জেলার সাংবাদিক মহলে নেমে আসে শোকের ছায়া। মঙ্গলবার জেলার প্রেসক্লাব সিউড়িতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সাংবাদিকরা। তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয় বক্রেশ্বর মহাশ্মশানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct