মোসাররাফ হোসেন,মুর্শিদাবাদ,আপনজন: সম্প্রতি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে সরকার পোষিত হাই মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসা গুলোতে প্রধান শিক্ষক ও সুপারইনটেনডেন্ট নিয়োগের সুপারিশ করা হয়েছে ! ইতিমধ্যে বেশ কিছু মাদ্রাসার পরিচালন সমিতি মাদ্রাসা সার্ভিস কমিশনের সুপারিশ মেনে প্রধান শিক্ষক ও সুপারইনটেনডেন্টদের নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে ৷ আজ দীর্ঘ ৩৯ বছর পর মুর্শিদাবাদের খড়গ্রামের মাড়গ্রাম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হল মনিরুল ইসলামকে! মনিরুল ইসলাম আই.সি.আর হাই মাদ্রাসা(উ.মা.) এবং পূর্বে সারফিয়া হাই মাদ্রাসা (উ. মা.)র ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন !
মাড়গ্রাম হাই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে ৷ এই মাদ্রাসার প্রথম প্রধান শিক্ষক ছিলেন শামসুদ্দিন মন্ডল সাহেব ৷ তিনি কর্মরত অবস্থায় ১৯৮২ সালে পরলোকগমন করেন ৷ তারপর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বারাই মাড়গ্রাম হাই মাদ্রাসার সমস্ত কাজ সম্পন্ন হয়েছে ৷ সর্বশেষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসিফ হোসেন বিভিন্ন সময়ে মুর্শিদাবাদের ডি.আই অফিস এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের কলকাতা অফিসে ছোটাছুটি করে প্রধান শিক্ষকের পি.পি.ও তৈরি করেন ৷ তার ফলে দীর্ঘ ৩৯ বছর পর আজ মাড়গ্রাম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক পেল৷মাড়গ্রাম হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসিফ হোসেন মঙ্গলবার প্রধান শিক্ষক পদে মনিরুল ইসলামকে বরণ করে নেন এবং নবাগত প্রধান শিক্ষককে দায়িত্বভার তুলে দিয়ে বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ সাধনে প্রধান শিক্ষক মহাশয়কে সবরকম সহযোগিতা করব ৷ বর্তমানে প্রধান শিক্ষকের পদের দায়িত্ব নেওয়াও বেশ কঠিন কাজ!প্রধান শিক্ষক মহাশয়কে শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ সাধনে বিভিন্ন রকমের প্রকল্প সবুজ সাথী, কন্যাশ্রী,বিভিন্ন প্রকার স্কলার্শিপ সহ সব রকমের দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে হয়! সেই সঙ্গে প্রধান শিক্ষককে ভীষণভাবে সতর্ক থাকতে হয়, যাতে করে একজন শিক্ষার্থীও যেন বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়! তাই সবদিক থেকে বরাবরই একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রধান শিক্ষকের পদটি বেশ দায়িত্বপূর্ণ!
মাদ্রাসার প্রধান শিক্ষক পদের দায়িত্ব নেওয়ার পর মনিরুল ইসলাম জানান মাদ্রাসার সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালন সমিতি ও এলাকাবাসীর সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে সুশিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করাই আমার প্রধান লক্ষ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct