আপনজন ডেস্ক: গাড়ি বদলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরইমধ্যে তার কাছে পৌঁছে গিয়েছে নতুন ‘গার্ড’। মার্সিডিজ বেঞ্জের তৈরি এই গাড়িকে একপ্রকার ‘সুরক্ষা বর্ম’ বলা যেতে পারে। একে-৪৭’র গুলি তো বটেই, দুই মিটার দূরত্ব থেকে কেউ বিস্ফোরণ ঘটালেও কিচ্ছু হবে না গাড়িটির।গাড়িটি দিল্লির হায়দরাবাদ হাউজের সামনে দেখা গিয়েছিল। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী।ঝকঝকে কালো চেহারা, জানালায় কালো কাচ। চার চাকার এই লিমুজিনই মোদীর নতুন বাহন। গাড়িটির পুরো নাম মার্সিডিজ-মে ব্যাচ এস-৬৫০ গার্ড। এটি মার্সিডিজের এস সিরিজের সবশেষ সংযোজন।বিশ্বজুড়ে মার্সিডিজ ‘এস সিরিজ’ গাড়ির বেশ কদর। কারণ, এর ব্যবহারকারীরা। মূলত রাষ্ট্রপ্রধানরাই এস সিরিজের গাড়ির ক্রেতা। বিশেষজ্ঞদের মতে, এস সিরিজের মতো যাত্রী-নিরাপত্তা খুব কম গাড়িই দিতে পারে। গাড়ির বিষয়ে নরেন্দ্র মোদী বরাবরই শৌখিন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই তার গাড়ির সংগ্রহ নজরকাড়া। প্রথমে একটি বুলেটপ্রুফ মাহিন্দ্রা স্কর্পিও চড়তেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর পুরোনো বাহন বদলে ফেলেন। তখন প্রধানমন্ত্রী মোদীর বাহন হয় বিএমডব্লিউ সেভেন সিরিজের একটি গাড়ি।পরের সাত বছরে আরও দু’বার গাড়ি বদলেছেন মোদী। প্রথমে ল্যান্ড রোভারের রেঞ্জ রোভার ভোগ গাড়িটি কেনেন। এরপর চড়েছেন টয়োটার ল্যান্ড ক্রুজার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct