আপনজন ডেস্ক: সোমালিয়ার প্রেসিডেন্ট মুহামেদ আবদুল্লাহি মুহামেদ সে দেশের প্রধানমন্ত্রী মুহামেদ হুসাইন রোবলের ক্ষমতা স্থগিত করেছেন। স্থানীয় সময় দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নির্বাচনকে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়ান সোমালিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।
রবিবারের ওই ঘটনার একপর্যায়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা স্থগিত করে দেন প্রেসিডেন্ট। সোমালিয়ার প্রেসিডেন্ট বলেছেন, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তদন্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ক্ষমতা স্থগিত থাকবে। দুর্নীতি, জনগণের অর্থ নয়ছয় করাসহ বেশ কিছু অভিযোগ উঠেছে দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে যেন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করতে না পারেন, সে জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, সে দেশের মন্ত্রীরা বরাবরের মতো কাজ অব্যাহত রাখবেন। এমন পদক্ষেপের পর দেশটির প্রধানমন্ত্রী রোবেল ওই বিবৃতিকে ‘সাংঘাতিক’ হিসেবে উল্লেখ করেছেন এবং টুইট বার্তায় বলেছেন প্রধানমন্ত্রী কার্যালয় দখলের যে সেনাবাহিনীর প্রচেষ্টা তা আইনবিরোধী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct