আপনজন ডেস্ক: সিএবি-র প্রথম ডিভিশন ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে ওয়াইএমসিএ-র বিরুদ্ধে মোহনবাগানের হয়ে শতরান করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। ১০০ বলে ১০৩ রানে অপরাজিত থেকে হাঁকালেন ৬টা ছক্কা আর ১০টা চার। সৃষ্টি করলেন নয়া নজির। কলকাতা ময়দানে মন্ত্রীর সেঞ্চুরি নজিরবিহীন ঘটনা। তবে ক্লাব ক্রিকেটে প্রথম ডিভিশন একদিনের ক্রিকেট টুর্নামেন্টে মন্ত্রী মনোজের সেঞ্চুরি অবশ্যই বিরল নজির। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৩ রানে শেষ হয়ে যায় ওয়াইএমসিএ-র ইনিংস। ২৬.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান। ৫৬ রানে অপরাজিত থাকেন অভিমন্যু ঈশ্বরন। ২ ওভার হাত ঘোরালেও কোনও উইকেট পাননি মনোজ। মন্ত্রীত্ব পাওয়ার পরও ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন। বাংলার হয়ে এ বার রঞ্জি খেলার ঘোষণাও করেছিলেন তিনি। সেই মতো বাংলা শিবিরে যোগ দিয়ে অনুশীলনও করছেন। নিজেকে ব্যাটিং ফর্মে রাখতে ক্লাব ক্রিকেটেও খেলা চালিয়ে যাচ্ছেন মনোজ তিওয়ারি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct