অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: প্রবল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যেদিয়ে শুরু হল বই মেলা। সোমবার বালুরঘাট হাইস্কুল মাঠে শুরু হওয়া বইমেলার ফিতেকে টে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধনকরেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী ও কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র । এছাড়াও বই মেলার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানি এ, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) বিবেক কুমার, জেলা পুলিশ সুপার রাহুল দে, কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোরা প্রসেন মন্ডল, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জানা গিয়েছে, বইমেলা উপলক্ষে জেলা ও জেলার বাইরে থেকে বিভিন্ন বই পাবলিশার্স মেলায় এসেছে । বালুরঘাট হাই স্কুল ময়দানে শুরু হওয়া ২৬ তম বইমেলা মেলা চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত।
প্রসঙ্গত, প্রত্যেক বছর বালুরঘাট হাই স্কুল ময়দানে দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা অনুষ্ঠিত হয়। এবারও বালুরঘাট হাই স্কুল ময়দানে আজ থেকে বইমেলা শুভ সূচনা হল। এবিষয়ে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, ‘সরকারের পক্ষ থেকে, দফতরের পক্ষ থেকে উপস্থিত হয়ে আমি আনন্দিত এবং উৎসাহিত। বই ছাড়া উন্নয়ন নেই। বই ছাড়া সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটতে পারে না। বই ছাড়া মানুষের মনের পরিবর্তন ঘটতে পারে না। এই কারণে আমাদের রাজ্যের ২৪ টি জেলায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৩ জানুয়ারি কালিংপং এই বই মেলা শেষ হবে। রাজ্যের বিভিন্ন গ্রন্থাগারে তথা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন গ্রন্থাগারে গ্রন্থাগারিক নেই; এই প্রশ্নের উত্তরে সিদ্দিকুল্লা চৌধুরী জানান, বিধানসভা নির্বাচনের আগে যে ক্যাবিনেট হয়েছিল তাতে গ্রামীণ গ্রন্থাগারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ৭৩৭ টি পদ সমর্থন করে অর্থ দপ্তরের পাঠিয়েছেন এবং অর্থ দপ্তর সেটা মঞ্জুর করেছেন। ১৫০০ গ্রামীণ লাইব্রেরীর মধ্যে ৭৩৭ পদ তৈরি করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের জন্য কিছু রয়েছে।
এছাড়া আকস্মিকভাবে অনেকে মারা গিয়েছেন। এরকম প্রায় দেড়’শ কর্মীকে আমরা নিয়োগ করেছি। এই খবর গুলো আপনাদের কাছে আসে না । আসলে সংবাদ মাধ্যম গ্রন্থাগার নিয়ে খুব একটা খবর ছাপে না।’
অন্যদিকে, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া প্রসঙ্গে মন্ত্রী জানান , ‘আমার বক্তব্য হল- বাংলায় বিজেপি নেই। জোর করে পিরিত করলে আর কতদিন কেটে।’
অন্যদিকে, বইমেলায় বিজেপি বিধায়কের আমন্ত্রণ না জানানোর প্রসঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরী জানান, ‘আমরা বিজেপিকে আমন্ত্রণ জানানোর মতো মানসিকতা তৈরি করতে পারিনি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct