নিজস্ব প্রতিবেদক,হাওড়া,আপনজন: দ্যা ইন্টারন্যাশনাল মিশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটি (ইমসচ)-এর উদ্যোগে বর্ধমান জেলার অধীন ‘ফুলগ্রাম’ ‘কুলকাট’ এবং ‘কাইছার’, সরসি বালা বালিকা বিদ্যামন্দিরে ৪১ তম বর্ষ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সচেতনতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বন্য-পাখি,
প্রাণী, অরণ্য এবং জলাজমি প্রসারণ এবং সংরক্ষণ, নাইট্রোজেন অক্সাইড এবং সালফার অক্সাইড দূরীকরণ প্রবৃতি জনস্বাস্থ্যের সঙ্গে পরিবেশ দূষণের সম্পর্কে আন্তর্জীতিক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ৭৩৪ জন গ্রামবাসী, পরিবেশবিদ ও লেখক অংশ নেয়। কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে মিশনের মহাসচিব তথা ভারতীয় গোয়েন্দা এবং তদন্ত সংস্থা (আই-.ডি.আই.ও) র মুখ্যসচিব দেবাশীষ ঘোষ দূষণ প্রতিরোধ নিয়ে গুতু্বপূর্ণ বক্তব্য রাখেন। কর্মশালায় উপস্থিত ছিলেন মলি বাগচি, আশীষ মুখাজী, শ্রীমৎ স্বামী বানেশ্বরানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দ মহারাজ প্রমুখ। এই কর্মশালা পশ্চিমবঙ্গ ছাড়া ছত্রিশগড়, অসম, ঝাড়খন্ড, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct