আপনজন ডেস্ক: গত রাতে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ভারতের স্কোর তিন উইকেটে ২৭২ রান। সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। ৪১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি পাওয়া রাহুল এ পর্যন্ত পাঁচ দেশের বিপক্ষে খেলে সবগুলো দলের বিপক্ষেই সেঞ্চুরি পেলেন। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ ও এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করলেন রাহুল। আরও দারুণ ব্যাপার হল, ৭টি মধ্যে ৬টিই বিদেশের মাটিতে। এরমধ্যে ২বার ইংল্যান্ডের মাটিতে শতরান রয়েছে তার। এছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয় ভারতীয় হিসেবে সেঞ্চুরি করলেন রাহুল। এর আগে শচীন টেন্ডুলকার ও ভারতের টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি সেঞ্চুরি করেন।
আর ২০০৭ সালের পর দক্ষিণ আফ্রিকায় ভারতের ওপেনার হিসেবে সেঞ্চুরি করলেন রাহুল। এর আগে ২০০৭ সালে ওয়াসিম জাফর ওপেনার হিসেবে শতরান করেছিলেন। সফরকারী দলের তৃতীয় ওপেনার হিসেবে সেঞ্চুরি করেছেন রাহুল। এর আগে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল শতরান করেছিলেন। প্রথম দিন শেষে ২৪৮ বল খেলে ১৭টি চার ও ১টি ছক্কায় তিনি এখন ১২২* রানে অপরাজিত। এদিন মার্ক ইয়ানসেন শুধু নয়, দক্ষিণ আফ্রিকার কোনো বোলারই তো দাগ কাটতে পারছিলেন না বিনা উইকেটে ৮৩ রান নিয়ে বিরতিতে গিয়ে একটি কীর্তিও ছুঁয়েছেন কে এল রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। ২০০৭ সালের কেপটাউন টেস্টের পর এই প্রথম দেশের বাইরে কোনো টেস্টের প্রথম সেশনে উইকেট হারায়নি ভারত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct