আপনজন ডেস্ক: বিজেপি এবার জোর ধাক্কা খেল পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ের পুরসভা নির্বাচনে। চমক দেখাল আপ। চণ্ডীগড় পুরসভার ৩৫টি আসনের মধ্যে আপ একাই পেয়েছে ১৪টি আসন, বিজেপি ১২টি, কংগ্রেস আটটি ও শিরোমণি অকালি দল একটি আসন পেয়েছে।
চন্ডীগড় পৌর নিগমের নির্বাচনের ফলাফল সোমবার প্রকাশ হতেই তা একটি ত্রিশঙ্কুর রূপ নেয়। তবে, ২০১৬ সালের বিজেপি একাই ২০টি অাসন পেয়ে পুরসভার দখল নিয়েছিল। এবার তাদের মেয়র রবি কান্ত শর্মাও হেরে গেছেন। আসন সংক্যা কমে হয়ে গেছে ১২। এবারের নির্বাচনে কোনও দলই একক রাজনৈতিক দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি। তবে আম আদমি পার্টি (আপ) ৩৫ টি আসনের পুরসভায় সর্বোচ্চ ১৪ টি ওয়ার্ড আসনে জিতে বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে।
আপ এই প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে শীর্ষে পৌঁছে গেল। ক্ষমতাসীন বিজেপি ১২ টি আসন পেয়ে দ্বিতীয় হলেও কংগ্রেস পেয়েছে আটটি আসন। আর শিরোমণি অকালি দল একটি আসন পেয়েছে। ফলে চণ্ডীগড় পৌর নিগমে সংখ্যাগরিষ্ঠাতর জন্য ১৯ টি আসন দরকার হলেও কোনও একক দল পেল না।
এবারের নির্বাচনটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। সামনে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। বাকি আর মাত্র কয়েক মাস। তার আগে এই ফল নিঃসন্দেহে আপের জন্য একটি বড় উৎসাহ হিসাবে কাজ করবে। আর তাদের এই আত্মপ্রকামের জন্যই যখন বিজেপি বড় ধাক্কা খেল। সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে কর্পোরেশনের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। বিজেপির বর্তমান মেয়র রবি কান্ত শর্মা নির্বাচনে পরাজিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন। বিজেপির আরও দুই প্রাক্তন মেয়র দাবেশ মৌদগিল এবং রাজেশ কালিয়াও হেরেছেন। মজার ব্যাপার হল, বিজেপির প্রতি সমর্থন আদায়ের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এমনকি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও শহরে প্রচার করেছিলেন। এছাড়াও, চন্ডীগড়ের বর্তমান সাংসদ সদস্য কিরন খেরও বিজেপির। তিনিও প্রচারে এসেও বিজেপিকে বাাঁচতে পারলেন না।
অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল নির্বাচনে দলের প্রধান প্রচারক ছিলেন।
এই জয়ে আম আদমি পার্টির পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত ও বিধায়ক রাঘব চাড্ডা বলেন, চণ্ডীগড়ের জয় একটি ট্রেলার। পাঞ্জাব নির্বাচন পুরো সিনেমা হবে এবং পাঞ্জাবের মানুষ কেজরীবালের সৎ শাসনের মডেলটিও বেছে নেবে, ঠিক যেমন চণ্ডীগড়ের লোকেরা কেজরীবালকে সুযোগ দিয়েছিল।
চণ্ডীগড় পুরসভায় ২০১৬ সালে ওয়ার্ডের সংখ্যা ছিল ২৬, যা এ বছর বাড়িয়ে ৩৫ করা হয়েছে। ২০১৬ সালের নির্বাচনে বিজেপি ২০টি আসন জিতেছিল এবং কংগ্রেস চারটি আসন জিতেছিল। মিরোমিণ অকালি দল একটি আসন জিতেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct