রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন: শীতকালীন সময়ে রক্ত সঙ্কট দূরীকরণ ও মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল জামায়াতে ইসলামী হিন্দের যুব বিভাগ। রবিবার সুতির অরঙ্গাবাদ ডিএন কলেজে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যুব বিভাগের রাজ্য সম্পাদক ওসমান গণি, ডিএন কলেজের অধ্যাপক ড.সুনীল কুমার দে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর ডাক্তার হেফজুর রহমান, রক্তদান শিবিরের কনভেনর মোহাম্মদ আজহারউদ্দিন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন বলেই জানানো হয়েছে জামায়াত নেতৃবৃন্দর পক্ষ থেকে। এদিকে শীতের সময়ে মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করায় জামায়াতের প্রশংসা করেন আগত অতিথিরা। এদিন জীবনে ১০০ তম রক্তদান করে নজির সৃষ্টি করায় অরঙ্গাবাদ ডিএন কলেজের অধ্যাপক ড. সুনীল কুমার দেকে সংবর্ধিত করা হয় জামায়াতে ইসলামী হিন্দের পক্ষ থেকে।
জামায়াতে ইসলামীর যুব বিভাগের রাজ্য সম্পাদক ওসমান গণি জানান, রক্তদান জীবন দান। এক ফোটা রক্ত একটি মানুষের প্রাণ বাঁচায়। জামায়াতের যুব বিভাগের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসাবে রক্তদান শিবিরের উদ্যোগ। অন্যদিকে রক্তদান শিবিরে সামিল হয়ে অরঙ্গাবাদ ডিএন কলেজের অধ্যাপক ড. সুনীল কুমার দে জানান, রক্তদানের মতো মহৎ কিছু হয়না। ৬২ বছর বয়সে জীবনে ১০০ বার রক্তদান করে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct