সেখ রিয়াজউদ্দিন,বীরভূম,আপনজন: বীরভূমের মহম্মদবাজার ব্লকের ডেউচা-পাচামি খোলা মুখ কয়লা খনি সংক্রান্ত বিষয়ের পক্ষে বিপক্ষে তথা কয়লা খনি চালুর পক্ষে, বিপক্ষে এই তর্জায় ব্লক থেকে জেলা ছড়িয়ে রাজ্য রাজনীতিতে সরগরম সমস্ত রাজনৈতিক সহ বিভিন্ন গণসংগঠনের কাছে।
উক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে রবিবার সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে ডেউচা পাঁচামি তে প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পের বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের ভূমিকা সম্পর্কিত বিষয়ে নাগরিক সভার আয়োজন করা হয়।
ডাক্তার,অধ্যাপক, শিক্ষক সহ সমাজের বিভিন্ন স্তরের দুই শতাধিক মানুষের উপস্থিতিতে খোলা মুখ কয়লা খনির ভূত ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। বিশিষ্ট নাগরিক হিসেবে বংশীধর দাসের সভাপতিত্বে সভার কাজ পরিচালিত হয়।আলোচনার মূল বিষয়ে প্রস্তাব পেশ করেন মার্শাল হেমরম।
এদিন নাগরিক সভায় বক্তব্য রাখেন শিক্ষক বাগাল মার্ডি, মেডিকেল সার্ভিস সেন্টারের সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃবিজয় কৃষ্ণ দলুই, অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম সম্পাদক দীপক কুমার,বিশম্ভর মুড়া প্রমুখ। নাগরিক সভা এবং আন্দোলনের সাথে সহমত জ্ঞাপন করেন ‘ শিল্পী সাংস্কৃতিক কর্মী ও বুদ্ধিজীবী মঞ্চ’ ও নাগরিক প্রতিরোধ মঞ্চ’র পক্ষ থেকে প্রেরিত বার্তা পাঠ করে শোনান শুভময় দে।
সভার মূল প্রস্তাবের সাথে সকলেই সহমত পোষণ করে বলেন, জোর করে কয়লা খনি প্রকল্পের জন্য জমি না নেওয়ার কথা বললেও এখন সরকার সেই রাস্তায় যাচ্ছে। গত ২৩ ডিসেম্বর দেওয়ানগঞ্জ গ্রামে তৃনমূল কংগ্রেস ও পুলিশ যৌথ ভাবে আদিবাসী মহিলাদের উপর যে নির্বিচারে আক্রমণ করেছে, তাহা পূর্বের সিপিআইএম সরকারের সিঙ্গুর- নন্দীগ্রাম- লালগড়ের স্মৃতিকেই স্মরণ করাচ্ছে।সেদিনের ঘটনায় আহত সকলের চিকিৎসা ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি ও উত্থাপিত হয়।ডেউচা-পাচামি খোলা মুখ কয়লা খনি নিয়ে
আগামীদিনে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে একটি কমিটি গঠিত হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct