জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন : অপু দূর্গা রেল লাইন দেখার জন্য দৌড়েছিল মাঠ পেরিয়ে। কাশবন পেরিয়ে রেল লাইন দেখতে ছুটতে হবে না। রেল গাড়ি চলে আসবে শ্রেণী কক্ষের মধ্যে। অভিনব এই পরিকল্পনা নিয়েছে স্কুলটি। তাই শ্রেণী কক্ষের মধ্যেই এমন ভাবে রং দিয়ে সাজানো হয়েছে যেন রেল গাড়ির কামরায় বসে আছে ছাত্র ছাত্রীরা। না তবে বাস্তবে নয়। শিল্পীর অনবদ্য রং তুলির মাধ্যমে। আর রং তুলির যে এতটাই জাদু তা পুরুলিয়ার জয়পুরের মনিপুর স্বামী বিবেকানন্দ হাই স্কুলে গেলেই বোঝা যাবে। বিদ্যালয়ের শ্রেণী কক্ষের দেওয়াল গুলিকে অসাধারণ কারুকার্যে চলন্ত ট্রেনের রূপ দিয়েছেন এখানের স্থানীয় দুই শিল্পী। এই ট্রেন এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা জেলা জুড়ে। ছাত্র ছাত্রীরাও মজা নিচ্ছে এই নতুন সংযোজনের । অনেকেই ছবি তুলছেন আর শেয়ার করছেন ট্রেনের থুড়ি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দেওয়ালের। মনিপুর স্কুলের এই ট্রেন কে ঘিরে এখন জোর চর্চা চলছে এলাকার মানুষজনের মধ্যে। এমনকি অন্য স্কুলের ছাত্র ছাত্রীরা তো বটেই বয়স্করাও এই স্কুলে এসে উপভোগ করছেন রং তুলির ট্রেনের এই দৃশ্য। এখানে অবিকল ট্রেনের কামরার রূপ দেওয়া হয়েছে শ্রেণীকক্ষের দেওয়াল গুলিকে। ট্রেনের বগি নম্বরের নামের ন্যায় সেই জায়গায় দেওয়া হয়েছে স্কুলের নাম ও ডাইস কোড। ট্রেনের দরজার ন্যায় হুবহু করা হয়েছে শ্রেণী কক্ষের দরজা। রং তুলির মধ্য দিয়ে তুলে ধরা রয়েছে ট্রেনের হকারের মতো হকারও। তাই ক্ষণিকের জন্য আপনারও হয়তো বা মনেই হবে সত্যি এটি বাস্তব ট্রেন। এবিষয়ে জিজ্ঞাসা করা হলে এই বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক যাদব চন্দ্র বাউরি বলেন , ট্রেনের এই দৃশ্য আমাদেরও খুব ভালো লেগেছে। স্কুলের প্রধান শিক্ষক সমর কিশোর মাহাত বলেন, আমাদের স্কুলের এই দৃশ্য যে সকলের ভালো লাগছে তাতে আমরা খুব খুশি হয়েছি। ট্রেনের এই দৃশ্যতে খুশি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও। পুরুলিয়া রাঁচি রাজ্য সড়ক ধরে জয়পুর ফরেস্ট মোড়। আর এখান থেকে মিনিট পাঁচেক হেঁটে গেলেই এই স্কুলে যাওয়া যাবে। তাই এটুকু বলাই যায় যে, স্কুলের এই দৃশ্য দেখে এটিকে আপনার ট্রেন বলে ক্ষণিকের জন্য ভুল হলেও এই ভুল আপনার ভালই লাগবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct