সময়ের ব্যবচ্ছেদ
নাছরিন আক্তার
_______________
টাকা দিলে,,,
বেশ্যার ঠোঁটেও বিশ্বাস মেলে
মেলে শরীরের প্রচুর্য।
এখন সময়টা ধোঁয়াশা
দুধে পানি মেশানোই যেনো মৌলিক কাজ
হাইব্রিড গোলাপের গায়ে
স্প্রে করতে হয় পারফিউম।
প্রেম আর কামতৃষার্তের মাঝে
তফাত খুঁজতে খুঁজতে
পার হয়ে যায় অগনিত বসন্ত
ভ্রমরও কিট হয়ে নাচে ফুলের ঘ্রাণে।
ধৈর্যের স্কেল
প্যারামিটারের চুঁড়ায় এসে স্থির।
ধন্য মানুষ!
আজও বেঁচে আছো রক্তে মাংসে।
প্রস্তর হলেও
ক্ষয়ে যেতো আঁঘাতে আঁঘাতে।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct