জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: এ যেন প্রদীপের নীচে অন্ধকার। প্রাকৃতিক সৌন্দের্য্যে ভরপুর অযোধ্যা পাহাড় অন্যদিকে অযোধ্যা পাহাড় পর্যটনে অব্যবস্থা ও কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পর্যটকরা। বড়দিনের উৎসবে পাহাড়ে শতাধিক বড় গাড়ি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন। পাহাড়ের তলায় বাড়েরিয়ার কাছে লহরিয়া শিব মন্দির এলাকায় গাড়ি রেখে তাদের যেতে হচ্ছে ছোট গাড়ি নিয়ে পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থানে। অভিযোগ বড় বাস নিয়ে আশা পর্যটকদের বাস পার্কিং করার পর বাধ্য করা হচ্ছে ওই এলাকার একটি কমিটির কাছ থেকে তাদের ছোট গাড়ি নিতে। ফলে গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে যথেচ্ছ বলে তাদের দাবী।
এর পাশাপাশি অভিযোগ উঠেছে পানীয় জলের বোতলে কোথাও দেড় গুন কোথাও দ্বিগুন দাম নেওয়া হচ্ছে। এত বেশী সংখ্যক পর্যটক আশায় পাহাড়ে হাতে গোনা যে কয়েকটি শৌচালয় রয়েছে সেগুলোতে পায়সা দিয়েও ঠাসাঠাসি ভীড়। ফলে সমস্যায় পড়ছেন মহিলারা। এই সব কারণে অনেকেই ডেস্টিনেশন পুরুলিয়া ভাববার আগেই আগামী দিনে পরিষেবা কতটা সুষ্ঠ হয়েছে তা খোঁজ নিয়ে দেখবেন বলে জনাচ্ছেন তারা। প্রাকৃতির অফুরন্ত প্রসংসার পাশাপাশি এই ক্ষোভ নিয়েই বড় দিনের মরশুম থেকে নববর্ষ অবধি চলবে পাহাড় ভ্ৰমণ। প্রতি বছরেই বড়দিন থেকে নববর্ষ অবধি প্রত্যেক দিন গড়ে কয়েক শতাধিক বড় বাস নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসেন পাহাড়ে। বড় বাস পাহাড়ে উঠে না ফলে নীচে বড় গাড়ি রেখে ছটো গাড়ি করে পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে হয়। এর পাশাপাশি আগেই অভিযোগ উঠেছিল পাহাড়ে যথেষ্ট সংখ্যক পর্যটক আবাস না থাকা ও হোম স্টের ব্যবস্থা না থাকার।
এতদিন অবধি পাহাড়ে কোনরকম চাঁদা নেওয়ার অভিযোগ ছিল না এখনো নেই। তবে প্রয়েজনীয় সামগ্রী কিনতে গেলে বেশী দাম দিতে হচ্ছে এমন অভিযোগ অনেকেরেই। এদিন উলুবেড়িয়া থেকে আগত বিজয় অধিকারী , সোমা মন্ডল ও হুগলি উত্তর পাড়া র তমাল রায় প্রমুখরা জানান , প্রকৃতি ,পাহাড় ,ঝর্ণা ও এখানের পরিবেশ সবকিছুই ভালো লেগেছে। তবে এখানে এসে সকলের নিত্য প্রয়েজনীয় পানীয় জল দ্বিগুন দাম দিয়ে কিনতে হচ্ছে ,পায়সা দিয়েও শৌচালয়ের জন্য লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং পাহাড়ে ওঠার জন্য ছোট গাড়ির ভাড়াও বেশী নেওয়া হচ্ছে এই সব বিষয় গুলো প্রশাসনের খতিয়ে দেখা উচিত বলে তারা দাবি করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct