আপনজন ডেস্ক: দিয়েগো মারাদোনার ভক্তদের জন্য বড় এক সুযোগ দেওয়া হয়েছিল গত রোববার। নিলামে মারাদোনার ব্যবহৃত নানা পণ্য নিলামে তোলা হয়েছিল। ‘টেন অকশন’ নাম দিয়ে একটি নিলামের ওয়েবসাইটে হয়েও গেছে সে নিলাম। আয়োজকদের আশা ছিল, সে নিলামে থেকে বিভিন্ন স্মারক বিক্রি করে ১৫ লাখ ডলার সংগ্রহ করা যাবে। কিন্তু বিক্রি হয়েছে মাত্র ২৬ হাজার ডলারের (যা ভারতীয় মুদ্রায়২২ লাখ টাকা) পণ্য!
কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে নিলামের সীমা বর্ধিত করা হয়েছে। আগ্রহীদের নিবন্ধন করার সুযোগও ১০ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে গত সোমবার। নিলামে রাখা অধিকাংশ দামি বস্তুই অবিক্রীত রয়ে গেছে। বুয়েনস এইরেস শহরের খুব কাছেই মা-বাবাকে একটি বাড়ি উপহার দিয়েছিলেন মারাদোনা। ৯ লাখ ডলারের প্রারম্ভিক মূল্যের সে বাড়ি কিনতে আগ্রহী দেখাননি কেউ। সাগরের তীরঘেঁষা একটি অ্যাপার্টমেন্টও অবিক্রিত হয়ে গেছে।মোট ৩ লাখ ৯০ হাজার ডলার মূল্যের দুটি বিএমডব্লু গাড়ি নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে বিএমডব্লু ৭৫০ মডেলের গাড়িটি নিয়ে একবার মাঠে ঢুকে পড়েছিলেন ছিয়াশি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। ৩৮ হাজার ডলার মূল্যের একটি হুন্দাই ভ্যানও কেনার ইচ্ছা দেখাননি কেউ। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে কিংবদন্তির একটি পেইন্টিং। জলপাই শাখা হাতে নিয়ে আর্জেন্টিনার পতাকার রঙের একটি টোগা (রোমান সভ্যতার সময়ের পোশাক) পরা ম্যারাডোনার সে পেইন্টিং ২ হাজার ১৫০ ডলারে বিক্রি হয়েছে। ফিদেল কাস্ত্রোর সঙ্গে ম্যারাডোনার একটি ছবি বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ ডলারে। এ ছাড়া মেরিলিন মনরোর ছবি, এক বক্স কিউবান সিগার বিক্রীত হয়েছে। সব মিলিয়ে ২৬ হাজার ডলার উঠেছে নিলামে।
বিচারক লুসিয়ানা তেসেস্কোর নির্দেশে এই নিলামের আয়োজন করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct