আপনজন ডেস্ক: উপসাগরে সামরিক মহাড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় ইরানের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এই পদক্ষেপগুলোকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে অবিহিত করেছে। এ অবস্থায় ইরানকে অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে ব্রিটেন।
শুক্রবার এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ২২৩১-এর সুস্পষ্ট লঙ্ঘন। ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে উৎক্ষেপণসহ এ ধরনের কার্যক্রম থেকে ইরানকে বিরত থাকা উচিত। ব্রিটেনের এমন আহ্বানে তেহরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি বলে মন্তব্য করেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি। শুক্রবার মহড়ার চতুর্থ ও শেষ দিনে একই সঙ্গে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান।
আইআরজিসি’র এই মহড়ায় দীর্ঘ, মধ্য ও স্বল্প পাল্লা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বাহিনীর দাবি, এগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। একই দিনে ইরানের অ্যারোস্পেস ফোর্সের দশটি কমব্যাট ড্রোন একসঙ্গে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছে এবং লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
এই মহড়া ইরানের প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য শান্তির বার্তা রয়েছে বলে জানিয়েছে তেহরান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct