আপনজন ডেস্ক: এক বছরে তৃতীয় বারের মতো মক্কার আকাশে পবিত্র কাবা ঘরের ওপর পূর্ণ চাঁদের দৃশ্য দেখা যায়। বৃহস্পতিবার তা দেখার কথা জানিয়েছিল সৌদির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংস্থা জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
জেদ্দার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান মাজেদ আবু জাহিরা জানান, ২০২১ সালের তৃতীয় বারের মতো পবিত্র কাবা ঘরের ওপর লম্বাকারে ক্ষয়প্রাপ্ত চাঁদ দেখা যাবে। পবিত্র মসজিদুল হারামে ফজরের আজানের দুই ঘণ্টা ১১ মিনিট আগে রাত ৩টা ২৩ মিনিটে এ দৃশ্য দেখা যাবে।
এর আগে জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি শীত মৌসুমের শুরু ও সমাপ্তির কথা জানায়। বলেছিল, ২১ ডিসেম্বর থেকে গ্রহের উত্তরের অর্ধেকে শীতের মৌসুম আগামী দুই মাস ২৭ দিন ১১ ঘণ্টা ৩৪ মিনিট পর্যন্ত থাকবে। এ সময় চাঁদ ৮৯.৫৪ ডিগ্রি উচ্চতায় থাকবে। এ সময় তা শতকরা ৮৭ ভাগ সূর্যালোকে আলোকিত থাকবে। সূর্য থেকে পৃথককারী ১৩৭ ডিগ্রি কোণ দৈর্ঘ্য এবং তিন লাখ ৯৮ হাজার ৭৯৪ কিলোমিটার দূরত্বে এর অবস্থান থাকবে।
অন্যদিকে, মিশরের জাতীয় জোর্তিবিদ্যা ও ভূপ্রকৃতিবিদ্যা গবেষণা ইনস্টিটিউট দাবি করেছে, আগামী ১ এপ্রিল আরবি শাবান মাসের ২৯ তারিখ পড়ছে। হয়তো ওইদিন সন্ধ্যাতেই আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যাবে। যদি তাই হয় তাহলে আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে মাহে রমজান। আরবি দিন পঞ্জিকায় নবম মাস রমজান। যদিও চাঁদ দেখার ওপর নির্ভরশীল আরবি মাসের শুরু ও শেষ। যার কারণে আরবি মাসের শুরুর বিষয়ে আগে থেকেই পুরোপুরি নিশ্চিত পূর্বাভাস দেওয়া যায় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct