নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,আপনজন: দীর্ঘ ১৬ বছর পর বিদ্যালয়ে প্রধান শিক্ষক পেলেন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের জগন্নাথপুর হাই মাদ্রাসা (উ:মা:)। শুক্রবার প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন মহম্মদ সাহাবুদ্দিন।এদিন নব নিযুক্ত প্রধান শিক্ষককে দায়িত্বভার তুলে দেন মাদ্রাসার বিদায়ী ভারপ্রাপ্ত শিক্ষক সুকুমার কর্মকার। মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক হজরত উমার ফারুক বলেন ‘জগন্নাথপুর হাই মাদ্রাসা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। তবে জুনিয়র হাই মাদ্রাসা হিসেবে সরকারি অনুমোদন পায় ১৯৮৩ সালে। মাদ্রাসাটি মাধ্যমিকে উন্নীত হয় ২০০৫ সালে ও উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হয় ২০১১ সালে।মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুহম্মদ ইয়াসীন আলী ২০০৫ সালে অবসর গ্রহণ করার পর এই প্রথম মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ হল। মাদ্রাসার নব নিযুক্ত প্রধান শিক্ষক মহম্মদসাহাবুদ্দিন বলেন ‘এই মাদ্রাসার পুরনো ঐতিহ্য রয়েছে।আমি প্রধান শিক্ষক হিসেবে সেই ঐতিহ্য ও পরম্পরা কে রক্ষা করব। পঠন পাঠন সহ মাদ্রাসার সামগ্রিক উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct