রাকিবুল ইসলাম,হরিহরপাড়া,আপনজন: তুলসী চাষ করে তাক লাগালো দুই ইঞ্জিনিয়ার বন্ধু। ধান গম বা পাটের মত চিরাচরিত চাষাবাদ থেকে কৃষিক্ষেত্রে একটু পৃথক পরিকল্পনা নিয়ে মেডিসিনাল প্লান্ট চাষের পথ বেছে নেয় মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা রবিডল সেখ ও মেহবুব মোল্লা। কম খরচে কয়েকগুন বেশি লাভ করে তুলসী চাষে নতুন দিশা দেখাচ্ছে এই দুই বন্ধু। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হরিহরপাড়া ব্লকের কৃষি দপ্তর। আর এই তুলসী চাষ ব্যাপকভাবে সারা ফেলেছে মুর্শিদাবাদ ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলাতেও।
২০২০ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাশ করার পরেই লকডাউনের কারনে বাড়িতে বসে থাকে হরিহরপাড়ার থানার গজনিপুরের বাসিন্দা রবিউল সেখ ও মেহবুব মোল্লা। তবে চাকরি না পাওয়ায় সংসার চলবে কি করে সেই চিন্তায় বেকার না বসে থেকে কিছু একটা করার তাগিদে চাষাবাদকেই বেছে নেয় দুই বন্ধু। তবে ধান গম পাট বা সবজি চাষের মত চিরাচরিত চাষাবাদ নয়। কৃষিক্ষেত্রে একটু পৃথক পরিকল্পনা নিয়ে মেডিসিনাল প্লান্ট চাষের পথ বেছে নেয় তারা। মাত্র সাড়ে ৫বিঘা জমিতে তুলসী চাষ করে নতুন দিশা দেখাচ্ছে এই দুই বন্ধু। রবিউল সেখ বলেন কৃষি দুই বন্ধু মিলে বিভিন্ন সোশ্যাল সাইটে দেখাশোনার পর তুলসী চায়ের পরিকল্পনা নিলাম। হরিহরপাড়া ব্লকের সহ কৃষি অধিকর্তা মৌমিতা মজুমদারের সঙ্গে তুলসী চাষ নিয়ে আলোচনা করলে সহযোগিতার আশ্বাস পেয়েছিলেন। এরপরেই অল্প জমিতে তুলসী চাষ শুরু করেন তারা। যেকোনো জমিতে তুলসী গাছ লাগানো সম্ভব, চাষে লাগেনা রাসায়নিক কোনো সার। তাই বিঘা প্রতি ১০-১২হাজার টাকা খরচ করেই ৬০-৭০হাজার টাকা লাভ করা সম্ভব। মেহবুব মোল্লা বলেন, তুলসী বাজার মূল্য কুইন্টাল প্রতি প্রায় ৭ হাজার টাকা। বিঘা প্রতি দু কুইন্ট্যাল করে তুলসী পাওয়া যাবে বলে জানান তিনি। একবার চারা থেকে ফলন হলে বছরে চারবার হারভেস্ট করা যাবে। এরপরে কলকাতা বা রাজ্যের বাইরেও মেডিসিনাল প্লান্টের কম্পানিকে বিক্রি করে দেওয়া হবে তুলসী। আর এই তুলসী চাষ ব্যাপকভাবে সারা ফেলেছে মুর্শিদাবাদ ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলাতেও। বীরভূম, কৃষ্ণনগর সহ অন্যান্য জেলা থেকেও তুলসী চাষে আগ্রহী চাষীরা সমস্ত পরিকাঠামো এসে দেখে যান। হরিহরপাড়া ব্লকের সহ কৃষি অধিকর্তা মৌমিতা মজুমদার বলেন হরিহরপাড়া ব্লকে এই প্রথম মেডিসিনাল প্লান্ট চাষ করা হচ্ছে। তুলসী চাষের আত্মা প্রকল্পের মাধ্যমে ওই দুই বন্ধুকে আর্থিক সহযোগিতা করা হয়। তুলসী চাষের এই নতুন উদ্যোগে আরো অন্যান্য চাষীরা মেডিসিনাল প্লান্ট চাষে আগ্রহী হবে বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct