রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন: হাঁটুন আর হাঁটুন। শরীর সুস্থ রাখতে হাঁটার বিকল্প নাই। তাই এবার হাঁটার বিষয়ের সাধারণ মানুষকে সচেতন করতে পায়ে হেঁটেই ভারতবর্ষ ভ্রমণে বেড়িয়েছেন উত্তরপ্রদেশ এবং ছত্রিশগড়ের দুই জন যুবক। শুক্রবার সকালে এমনই চিত্র ধরা পড়লো মুর্শিদাবাদের সুতি থানা মানিকপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে, চলতি বছরের ৭ অক্টোবর ছত্রিশগরের রায়পুর থেকে হাঁটতে শুরু করেছেন ইন্দিরা কলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌরভ দেবাঙ্গণ এবং অজিতেস শর্মা দুই যুবক। তিন বছরের টার্গেট নিয়ে ভারত ভ্রমণে বেড়িয়েছেন তারা। শুক্রবার ৭৯ তম দিনে মুর্শিদাবাদের সুতিতে পৌঁছেছেন তারা। তারপরেই কার্যত ফরাক্কা হয়ে মালদার দিকে যাবেন ওই দুই যুবক। শরীর সুস্থ রাখতে হাঁটার বার্তা দিতে যুবকদের উদ্যোগকে সাবাস জানিয়েছেন সাধারণ মানুষ।
এদিকে ওই যুবকরা শুধু হাঁটছেনই না, জায়গায় জায়গায় দাঁড়িয়ে কিংবা অবস্থান নিয়ে সাধারণ মানুষ কে হাঁটার বিষয়ে সচেতনতারও বার্তা দিচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct