আপনজন ডেস্ক: জিটিএ নির্বাচনে আগে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং ও দুবারের প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা যোগ দিলেন তৃণমূলে। দুই মন্ত্রী ব্রাত্য বসু ও মলয় ঘটকের উপস্থিতিতে তৃণমূলে এসে তামাং বললেন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন ও সবার সঙ্গে কাজের মানসিকতা দ্বারা আমি উদবুদ্ধ। ধর্মনিরপেক্ষ আদর্শের দেশ গড়ে তোলাই লক্ষ্য। দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তামাং আরও বলেন, ‘৬৪ দিন আগে আমি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করি। কিন্তু পরে মমতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি তৃণমূল কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিই। মমতাকে আমি সর্বভারতীয় নেতা হিসেবে দেখতে চাই। মমতাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমাদের মূল বিরোধী বিজেপি।
বার বার তারা আমাদের পৃথক গোর্খাল্যান্ডের ললিপপ দেখিয়েছে। পৃথক গোর্খাল্যান্ডের দরকার নেই। দরকার পাহাড়ের প্রকৃত উন্নয়নের। আর একমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলেই সেই উন্নয়ন সম্ভব।’
অন্যদিকে, তৃণমূলে যোগ দেওয়ার তিন মাসের মধ্যে দল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক লাভো মামলেদার। ধর্মের ভিত্তিতে গোয়াবাসীদের বিভক্ত করার চেষ্টা করছে অভিযোগ তুলে সদলবলে তৃণমূল ছাড়লেন প্রাক্তন বিধায়ক লাভো মামলেদার। মাসতিনেক আগে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির এই নেতা তৃণমূলে যোগ দিয়ে জোট করার ঘোষণা দিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct