আপনজন ডেস্ক: ভোটার পরিচয় পত্রের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করার বিরুদ্ধে সরব হল ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন বা এসআইও। এ ব্যাপারে শুক্রবার এসআইও-র রাজ্য জনসংযোগ সম্পাদক ইমরান হোসেন এক বিবৃতিতে ভোটার কার্ড ও আধার কার্ড সংযুক্তিকরণকে বিরোধী এবং মানুষের গোপনীয়তার মৌলক অধিকার ক্ষুণ্ন করবে বলে অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনী সংশোধনী বিল ২০২১ লোকসভায় পাশ করে আইনে পরিণত করেছে কেন্দ্রীয় সরকার। এসআইও পশ্চিমবঙ্গ মনে করে এই আইন সংবিধানের ২১ নম্বর ধারার বিরোধী এবং মানুষের গোপনীয়তার মৌলক অধিকারের ক্ষুণ্ন করে। এছাড়াও নতুন নির্বাচনী আইন ভারত সরকার বনাম কেএস পুত্তস্বামী মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে যায়। সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, “ভোটার পরিচয় পত্রের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করার মাধ্যমে সাধারণ মানুষের অসংখ্য ব্যক্তিগত তথ্য কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত আধার সংস্থার আয়ত্তে চলে যাবে।” উল্লেখ্য যে, আধার লিংকের দ্বারা শুধুমাত্র নির্বাচন কমিশনের জন্য নির্ধারিত তথ্য আধার সংস্থার অধীনে যাবে। ফলত নির্বাচন প্রক্রিয়া ও সাধারণ জনগনের ভোটের উপর প্রভাব পড়ার এবং গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ দূর্বল হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই আইন নাকচ করে সংসদীয় কমিটিতে পাঠানোর পক্ষে জোরালো সওয়াল করেন সাবির আহমেদ। সেই সঙ্গে তিনি সংবিধান বিরোধী যে কোন পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে সর্বদা সচেতন থাকতে এবং প্রতিবাদে সোচ্চার হতে আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct