আপনজন ডেস্ক: এবার বিজ্ঞাপনে মহিলাদের ছবি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল তালিবান সরকার। দেশটির সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছে। কাবুল পৌরসভার মুখপাত্র নেমাতুল্লাহ বারাকাজি বলেন, সরকার পৌরসভার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কাবুলের বিভিন্ন দোকানের সাইনবোর্ড এবং ব্যবসায়িক কেন্দ্রে ব্যবহৃত মহিলাদের ছবি মুছে ফেলতে। টোলো নিউজের বরাত দিয়ে খালিজ টাইমসের এই তথ্য জানানো হয়েছে। বাড়াকাজি বলেন, সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে যেসব ছবি ইসলামের নীতির বিরুদ্ধে যায় তা বিলবোর্ড থেকে সরানো হবে। কাবুলের এক বিউটি সেলুনের মালিক তালিবানের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি তাদের ব্যবসায়ের ওপর সরকারকে এমন নিষেধাজ্ঞা না দিতে বলেন। শায়েস্তা সাইফি নামে একজন মেকাপ আর্টিস্ট যিনি গত সাত বছর ধরে বিউটি সেলুনে কাজ করেন। টোলো নিউজকে তিনি বলেন, এটি মহিলাদের কাজের ওপর নিষেধাজ্ঞা। ভয় আছে কয়েক দিনের মধ্যে তাদের দোকানে তালা মারা হবে। পারওয়ানা নামে এক নারী মানবাধিকার কর্মী বলেন, নারীদের ছবি সরিয়ে কী লাভ?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct