আপনজন ডেস্ক: লিবিয়ার শিক্ষামন্ত্রী মৌসা আল-মেগারিফকে সোমবার গ্রেফতার করা হয়েছে। স্কুল পাঠ্য বইয়ের ঘাটতির ব্যাপারে তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়। দেশটির প্রসিকিউশন সার্ভিস এই কথা জানিয়েছে।
প্রসিকিউশন সার্ভিসের বিবৃতিতে বলা হয়, দায়িত্বে অবহেলার ব্যাপারে তদন্ত চালানোর জন্য মৌসা আল-মেগারিফকে আটক রাখা হয়েছে।
এতে আরও বলা হয়, পাবলিক প্রসিকিউশন বই ছাপানোর চুক্তিগত প্রক্রিয়া এবং বইয়ের ঘাটতির কারণ জানতে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও অনেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে পরিকল্পনা মন্ত্রীও রয়েছেন।
একনায়ক মোয়াম্মার গাদ্দাফি’র সময় থেকেই লিবিয়া কর্তৃপক্ষ সেপ্টেম্বরে স্কুলবর্ষের শুরুতে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে আসছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct