সেখ রিয়াজউদ্দিন,বীরভূম,আপনজন: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা শেষমেশ বিশ্বভারতী ব্যাতিরেকে ডাকবাংলো মাঠেই মেলা করার সিদ্ধান্ত নেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ না করলেও বীরভূম জেলা পরিষদ, বোলপুর পৌরসভার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বিকল্প পৌষ মেলার আয়োজনে ঝাঁপিয়ে পড়েন। রবীন্দ্র সংস্কৃতি ও প্রথা অনুযায়ী ৭ই পৌষ যথারীতি পৌষ মেলার উদ্বোধন তথা শুভ সূচনা হয়। শান্তিনিকেতন উপাসনা গৃহ থেকে পদযাত্রা বের করা হয় অন্যদিকে বোলপুর চৌরাস্তা থেকে ও শোভাযাত্রা বের করে ডাকবাংলো মাঠে জমায়েত হোন। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা ঘটে বহু চর্চিত পৌষ মেলার।
উদ্বোধন করেন বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপন দত্ত, প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর, পরিবেশ কর্মী সুভাষ দত্ত,রাজ্যের বস্ত্র ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ , বোলপুরের সাংসদ অসিত মাল,বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct