আপনজন ডেস্ক: তেলেঙ্গানার ইতিহাসে এ্ই প্রথম একজন মুসলিম মহিলা আইপিএস হলেন। তার নাম শেখ সালিমা। তিনি বর্তমানে রাচাকোন্ডায় অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রক তাকে পদোন্নতি দিয়ে আইপিএস হিসেবে নির্বাচিত করেছে। মঙ্গলবার মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রক তার এই পদোন্নতি ঘটানোর পর শেখ সালেমা তেলেঙ্গানার প্রথম মুসলিম মহিলা নন-ক্যাডার আইপিএস অফিসার হিসেবে ইতিহাসে নাম লেখালেন।
তেলেঙ্গানা ক্যাডারে ২৩টি গুরুত্বপূর্ণ শূন্যপদ পূরণের জন্য সালিমা ছাড়ও আরও ২০ জন পুলিশ কর্মকর্তার সাথে পদোন্নতি দেওয়া হয়। এর ফলে তেলেঙ্গানায় এখন মোট আইপিএস অফিসারের সংখ্যা ১১০ তে পৌঁছেছে।
মেখ সালিমা খাম্মামের চিন্তকনী এলাকার কোমাটলাগুডেম গ্রামের একজন অবসরপ্রাপ্ত পুলিশ সাব ইন্সপেক্টর লাল বাহাদুর এবং ইয়াকুবির মেয়ে।
সালেমা কাকাটিয়া বিশ্ববিদ্যালয় থেকে জৈব প্রযুক্তিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০০৭ সালে আদিলাবাদের কাগাজনগরে ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) হিসেবে নির্বাচিত হন। তিনি অ্যাম্বারপেটের পুলিশ ট্রেনিং কলেজের ভাইস-প্রিন্সিপাল এবং মাধাপুরে অতিরিক্ত প্রশাসন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সালেমা একটি শিক্ষিত পরিবারের সদস্য এবং তার তিন ছোট ভাইবোন রয়েছে- দুই বোন, জরিনা এবং মুন্নি এবং এক ভাই কাশিম।
জরিনা সম্প্রতি অন্ধ্রপ্রদেশ থেকে তার গ্রুপ-১ মেইন সাফ করেছেন এবং সরকারি পরিষেবার জন্য তার সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে। অন্যদিকে মুন্নি আরটিওর খয়রাতাবাদে মোটর ভেহিকল ইন্সপেক্টর। তার ভাই কাশিম হায়দ্রাবাদের কেয়ার হাসপাতালের একজন ডাক্তার এবং তার স্ত্রী সফটওয়্যার শিল্পে কাজ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct