সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: ক্যাম্পে আটক গবাদিপশু খাবার না পেয়ে মারা যাচ্ছে, খবর শুনে এক ডিসিএম গাড়ি খড় তুলে দিলেন বিএসএফের হাতে। তাই নয় অভুক্ত পশুগুলিকে নিজ হাতে খাইয়েও দিলেন রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাহ আলম সরকার। বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের চর হাড়ুডাঙ্গা বিএসএফ ক্যাম্পে। এদিন তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিজান হাসান, কাতলামারী ১ পঞ্চায়েতের প্রধান বাসুদেব সাহা, স্থানীয় হাড়ুডাঙ্গা সংসদের সদস্য মুকলেম শেখ সহ অনেকে। ওই ক্যাম্পে ৫০ এর বেশী মোষ আটক করা ছিল। অযত্নে অবহেলায় অনাহারে ৩৬টি গবাদি পশু মারা গেছে। তা শুনে ওই সভাপতি হাড়ুডাঙ্গা ক্যাম্পে খড়ের গাড়ি নিয়ে পৌছন। যা দেখে প্রথমে অবাক হন বিএসএফের ১১৭ ব্যাটেলিয়নের হাড়ুডাঙ্গা ক্যাম্পের ইনস্পেক্টর দুর্গাচরণ শেট্টি সহ অনেকে। পরে তাদের উর্দ্ধতন আধিকারিকদের সঙ্গে কথা বলে খড় গ্রহন করেন। দেখা গেল তখনও একটা মোষ মরে পড়ে রয়েছে ক্যাম্প চত্বরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct