সেক আনোয়ার হোসেন,হলদিয়া,আপনজন: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে অগ্নিকাণ্ডের পর এলাকায় শ্রমিক বিক্ষোভ। আইওসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। ঘটনাস্থলও পরিদর্শন করেন তিনি। আইওসির মধ্যে কোনও বার্ন ইউনিট ছিল না। দুর্ঘটনায় আইওসির গাফিলতি ছিল,দাবি সৌমেন মহাপাত্রের। আইওসি কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার কাছে আর্থিক সাহায্য দাবি সৌমেন মহাপাত্রের। আইওসি আর্থিক সাহায্য দিতে রাজি হয়েছে,দাবি সৌমেন কুমার মহাপাত্রের। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি দিল্লি থেকে আইওসি প্লান্টে এসেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের।
হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রিফাইনারিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর প্লান্টের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন। তাদের দাবি, ক্ষতিগ্রস্ত সব পরিবারের দায়িত্ব নিতে হবে কর্তৃপক্ষকে। আইওসি কর্তৃপক্ষের পাশাপাশি ঘটনার তদন্ত করছে পুলিশও। পাশাপাশি বুধবার রাজ্যের ফরেন্সিক টিম যায় ঘটনাস্থলে। অপর দিকে অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। অগ্নিদগ্ধ শ্রমিকদের অনেকের ৪০-৮০ শতাংশ পুড়ে গেছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। শ্রমিক সংগঠনের নেতা শেখ মুসা ও মিন্টু সামন্তের দাবি যে সমস্ত শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের পরিবা কে ২৫ লক্ষ টাকা একটি করে চাকরি দিতে হবে, আহতদের দায়িত্ব নিয়ে ১০ লক্ষ করে টাকা দিতে হবে। দূর্ঘটনা স্থল পরিদর্শন করে যান মৎস্য মন্ত্রী অখিল গিরি, আই এন টি টি ইউ সির জেলা সভাপতি তাপস কুমার মাইতি হলদিয়া পৌরসভার সি আই সি মেম্বার সেক আজগর আলী সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct