আপনজন ডেস্ক: কৃত্রিম উপায়ে গর্ভধারণে ‘স্টেম সেল থেরাপি' নিয়ে ‘ক্লিনিক্যাল ট্রায়াল' বা পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের একদল চিকিৎসক এই পরীক্ষায় যুক্ত আছেন। এই দলের নেতা বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক জেসমিন বানু জানান, ডিম্বাশয়ে ডিম্বানুর পরিমাণ অনেক কমে যাওয়ার কারণে গর্ভধারণে অক্ষম নারীদের নিয়ে ‘স্টেম সেল থেরাপি’র এই পরীক্ষামূলক প্রয়োগ চলছে। তিনি বলেন, ' ৩৪, ৩৬ ও ২৫ বছর বয়সী এই নারীদের একজনের মাসিক (ঋতুস্রাব) বন্ধ হয়ে গিয়েছিল। দুজনের মাসিক ছিল অনিয়মিত। ডিম্বানু না থাকায় তাদের বাচ্চা হচ্ছিল না।' গত ৩১ অক্টোবর তাদের রক্ত থেকে সংগ্রহ করা ‘স্টেম সেল’ তাদের ডিম্বাশয়ে প্রতিস্থাপনের মাধ্যমে এই ট্রায়াল শুরু হয় বলে তিনি জানান। স্টেম সেল এমন কোষ, যার সব ধরনের সম্ভাবনা রয়েছে। লক্ষ কোটি কোষের সমন্বয়ে মানুষের দেহ তৈরি, আর কোষগুলোর কেন্দ্রে থাকে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম- যেটিকে বলা হয় বংশগতির মূল উপাদান। মানুষের সমস্ত কোষের ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া থাকলেও শুক্রাণু ও ডিম্বাণুর ক্ষেত্রে তা অর্ধেক হয়ে যায়। শুক্রাণু ও ডিম্বাণু নিজেদের মধ্যে মিলিত হয়ে যখন একক কোষ সৃষ্টি করে, তখন তাতে ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া হয়ে যায়। এই কোষকেই বলা হয় স্টেম সেল, যার থেকে একটি সম্পূর্ণ দেহ তৈরি হয় নারীর গর্ভে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct