এহসানুল হক,বারাসাত,আপনজন: দুয়ারে সরকার বিভিন্ন জায়গায় চলছে, এবার দুয়ারে ইমাম । উত্তর চব্বিশ পরগনা জেলা ইমাম প্রতিনিধির উদ্যোগে এবার দুয়ারে ইমাম। উত্তর ২৪ পরগনা বিভিন্ন জায়গায় পরিষেবা চালু হয়েছে ইমাম-মুয়াজ্জিনদের বিভিন্ন সুবিধা অসুবিধা করে লক্ষ্য রেখে তাদের এলাকায় এলাকায় অ্যাওয়ারনেস ক্যাম্প পালন হবে এমনটাই জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলায় ইমাম প্রতিনিধি হাসানুজ্জামান।
এদিন বারাসাত দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিতে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প শুরু হয় বিভিন্ন এলাকা থেকে বারাসাত দু’নম্বর ব্লকে তারা জমায়েত হয়।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত -২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য মুখোপাধ্যায়, বারাসাত -২ নম্বর ব্লকের সভাপতি মনোয়ারা বিবি, আবুল কালাম আজাদ সহ বিশিষ্টজনেরা। এদিন ইমাম প্রতিনিধি হাসানুজ্জামান বলেন, আপনারা কার হাতে টাকা দেবেন না কোন কাজ করতে গেলে টাকা লাগে না। তাই ঐ সমস্ত মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। সব সময় আমরা পাশে রয়েছি, যখন ডাকবেন আপনার পাশে রয়েছি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত লাইট সার্টিফিকেটের মেয়াদ বাড়ানো হয়েছে আপনারা এই তারিখ পর্যন্ত জমা করতে পারবেন। এদিন অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন, আমরা খুব সমাজের কাজ করছেন ভালো, যেভাবে করোনায় কাজ করেছেন তাদের কে আমি সাধুবাদ জানাই, আগামীতে আরও ভাল ভাল কাজ করবেন তারা। বারাসাত দু’নম্বর ব্লকের সভাপতি মনোয়ারা বিবি বলেন, আমরা সবসময় মানুষের পাশে রয়েছি আমি সাধুবাদ জানাবে ইমাম মোয়াজ্জেন দের থেকে শুরু করে বিভিন্ন কাজে যেভাবে সহযোগিতা করেছেন তা বলার ভাষা নেই ইমাম-মুয়াজ্জিনদের কথা মানুষ বিশ্বাস করে তাদের কর্তব্য অনেক। আমিতো ইমাম মোয়াজ্জেন রা মুখ্য ভূমিকা পালন করবে দেশের জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct