আপনজন ডেস্ক: প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। দেশের ১২ রাজ্যে এরই মধ্যে ওমিক্রন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২০০ ছুঁয়েছে।
মহারাষ্ট্র এবং রাজধানী দিল্লিতে সবচেয়ে বেশি মানুষের ওমিক্রন শনাক্ত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক সপ্তাহের মধ্যে ভারতে ওমিক্রন সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়েছে। তবে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত কোনও রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। মহারাষ্ট্র এবং দিল্লিতে ওমিক্রন শনাক্তের সংখ্যা ৫৪। এছাড়া, তেলেঙ্গানায় ২০, কর্ণাটকে ১৯, রাজস্থান ১৮, কেরালায় ১৫, গুজরাটে ১৪ জনের ওমিক্রন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, ৪০ শতাংশেরও কম ক্ষেত্রে রোগীরা হয় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন নাহয় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় ভারত টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করছে এবং দেশের প্রাপ্তবয়স্কদের ৮৭ শতাংশকে অন্তত এক ডোজ কোভিড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫,৩২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সামগ্রিকভাবে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৫২ হাজার ১৬৪ জন। বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই এ সংখ্যা সর্বোচ্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct