আপনজন ডেস্ক: ফের নতুন করে জম্মু–কাশ্মীরে সংকট সৃষ্টি হয়েছে । বিদ্যুৎ–কর্মীদের ধর্মঘটের ফলে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব বিদ্যুৎ–সংকট। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোগান্তির এই বোঝার উপর শাকের আঁটি হয়ে চেপে বসেছে প্রবল শৈত্যপ্রবাহ। ডাল লেকসহ উপত্যকায় জমে বরফ হয়ে গেছে সব জলাধার। ফেটে গেছে পানীয় জলের পাইপ। ঘরে ঘরে বাড়ন্ত পানীয় জল। শীতের শুরুতে এমন হাল বহু বছর দেখা যায়নি। একদিকে ঠান্ডা, অন্যদিকে বিদ্যুৎ–সংকট। মোকাবিলায় ডাকতে হয়েছে সেনাবাহিনীকে। বিদ্যুৎ–কর্মীদের আন্দোলন বেসরকারীকরণের প্রতিবাদে জম্মু–কাশ্মীর বিদ্যুৎ উন্নয়ন পর্ষদকে পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের ফলে জম্মু–কাশ্মীরের বিদ্যুৎ পর্ষদের সম্পত্তি বেসরকারি সংস্থার হাতে চলে যাবে। তা ঠেকাতে ও পর্ষদের দৈনিক বেতনভুক কর্মীদের চাকরি স্থায়ী করার দাবিতে ২০ হাজার বিদ্যুৎ–কর্মী গত শুক্রবার মধ্যরাত থেকে আন্দোলনে নেমেছেন। শুরু করেছেন অনির্দিষ্টকালীন ধর্মঘট। ফলে কার্যত গোটা কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে পড়েছে বিদ্যুৎ–ব্যবস্থা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct