আব্দুস সামাদ মন্ডল,জাঙ্গিপাড়া,আপনজন: মহীতোষ নন্দী মহাবিদ্যালয়ের আরবি বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উদযাপন হল।
বিভাগীয় প্রধান ডঃ সেখ রুহুল আমীনের স্বাগত ভাষণের পর উক্ত কলেজের ছাত্র নাসরুল্লাহ মোল্লার কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং মোঃ উজায়ের সিদ্দিকীর বাংলা ও ইংরেজিতে সাবলীল অনুবাদ অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করে।
আরবি বিভাগের এই উদ্যোগের প্রশংসাপূর্বক আরবি ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং আরবি ভাষা দিবসের তাৎপর্য আলোচনা করেন এই অনুষ্ঠানের সভাপতি তথা উক্ত কলেজের প্রিন্সিপাল ডঃ তাপস কুমার মুন্সি।
মূল পর্ব শুরুর আগে আরবি বিভাগের উপর একটি স্বল্প দৈর্ঘের পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন বিভাগের অধ্যাপক ডঃ তাজাম্মুল হক। তাঁকে যথোচিত সহযোগিতা করেন অন্যতম শিক্ষক কাজী সাদ্দাম হোসেন।
আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে আরবি ভাষার উন্নতির অক্লান্ত সৈনিক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি-ফারসি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ ইশারত আলি মোল্লা। বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা আরবি ভাষা-সাহিত্য চর্চার ক্ষেত্রে কী কী অসুবিধার সম্মুখীন হয় এবং তা থেকে বেরিয়ে আসার সম্ভাব্য সমাধান আলোচনা করেন তিনি। আলোকপাত করেন ভবিষ্যৎ সম্ভাব্য কর্মসংস্থানের উপর।
তিনি আরো বলেন, আরবি কোন একটি সম্প্রদায়ের ভাষা নয়, এই ভাষা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের, সমগ্র বিশ্বের এক অমূল্য সম্পদ, ভাষা জাতি-ধর্মের উর্ধ্বে। ভাষাতে কোন সীমানা থাকে না। আরবি ভাষা জাতিসংঘের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে সঙ্গে প্রায় অর্ধ শতাধিক দেশের রাষ্ট্রীয় ভাষা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কাব্য আরবিতে অনুদিত হয়েছে। এমনকি পন্ডিত গিরিশচন্দ্র সেন, রাজা রামমোহন রায়ের মত মনীষীদের আরবিতে যথেষ্ট পাণ্ডিত্য ছিল।
এরপর আরবি ভাষার প্রশংসা করে আরবি ভাষায় স্বরচিত কবিতা আবৃত্তি করেন উক্ত কলেজের অন্যতম শিক্ষক কাজী মোহাঃ মাকিন।
তিনটি ভাষা সহযোগে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আরবী বিভাগের বিভাগীয় প্রধান ডঃ সেখ রুহুল আমিন ও আরবির গুরুত্ব নিয়ে যথাযোগ্য সংযোজন করেন। তাকে সহযোগিতা করেন আরেক কলেজ শিক্ষক মোঃ ওবাইদুর রহমান।
এই দিবসকে কেন্দ্র করে উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী তথা অন্যান্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শক-শ্রোতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সফলভাবে শেষ হয় অনুষ্ঠান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct