এহসানুল হক,বসিরহাট,আপনজন: করোনার আবহে বন্ধ ছিল বিভিন্ন মেলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান ।একটু স্বাভাবিক হতেই নতুন করে চারিদিকে মেলার আয়োজন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বাদুড়িয়ার বিধায়ক কাজী আবদুর রহিম দিলুর উদ্যোগে বাদুড়িয়া দিলীপ স্কুল ময়দানে দশ দিনব্যাপী শুরু হলো ভারত মেলা। ২৬ বছর আগে এই দিলীপ স্কুল মাঠ থেকে প্রথম সূচনা করেছিলেন তৎকালীন কংগ্রেসের বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুল গফ্ফার সাহেব। তার হাত ধরেই এই ১৬তম বছরে পদার্পণ করল এই মেলা। চারিদিকে যখন সাম্প্রদায়িক বাতাবরণ ও জাতি ভেদাভেদ ঠিক তখনই সম্প্রীতির ভারত মেলার শুভ সূচনা হলো। বর্ণাঢ্য শোভাযাত্রা, পাশাপাশি সাঁওতালি নাচের মধ্য দিয়ে। শোভাযাত্রা শুরু হয় বসিরহাট দিলীপ স্কুল মাঠ থেকে শেষ হয় মেলা প্রাঙ্গন এসে। শোভাযাত্রায় পা মিলিয়েছে বিধায়ক থেকে শুরু করে ছাত্র, যুব, মহিলা সহ এলাকার সর্বস্তরের সম্প্রীতি প্রেমী মানুষ। সব মিলিয়ে সকলের সতস্ফুর্ত অংশ গ্রহন ছিল চোখে পড়ার মত।এদিন ফিতে কেটে শুভ সূচনা করলেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু,পরে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় শিল্পীরা। মেলার প্রধান পৃষ্টপোষকতায় ছিলেন বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু। বিধায়ক বলেন, আট থেকে আশি সকল মানুষের মধ্যে সম্প্রীতিরর বার্তা পৌচ্ছে দিতে আমাদের এই প্রয়াস। মেলা প্রসঙ্গে বিধায়ক বলেন এই ধরনের সম্প্রীতি মেলা মধ্য দিয়েই হিংসা, বিদ্বেষ, ঘৃনার অবসান ঘটিয়ে সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করা সম্ভব। এদিন মেলা উপলক্ষে প্রায় একশটি স্টল বসেছে। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সরোজ ব্যানার্জি, হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মন্ডল, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডাইরেক্টর এটিএম আব্দুল্লাহ রনি,জেলা পরিষদের সভাধিপতি বীনা মন্ডল,নারী শিক্ষা কর্মাধ্যক্ষ রেহেনা খাতুন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct