আপনজন ডেস্ক: ডলারের বিপরীতে লিরার দাম পড়ে যাওয়ার মধ্যে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর পর থেকে ডলারের বিপরীতে লিরার দাম বাড়তে দেখা গেছে। ডলারের বিপরীতে সোমবার এক ঘণ্টায় লিরার দাম বেড়েছে ২২ শতাংশ আর চার ঘণ্টায় বেড়েছে ৩৩ শতাংশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু নিউজের সাংবাদিক সারোয়ার আলম জানান, এরদোগানের নতুন অর্থনৈতিক মডেলের ঘোষণার পর হু হু করে বাড়তে থাকে লিরার দাম। সন্ধ্যা ৭টায় এক ডলারের মুদ্রামান ছিল ১৮.৩৫ লিরা। কিন্তু রাত ৮টায় তা দাঁড়ায় ১৪.৬৫ লিরায়। এর পর রাত ১১টায় দাম দাঁড়ায় ১২.৭৫ লিরায়।
মঙ্গলবার সকালে দাম আরও বেড়ে দাঁড়ায় ১১.৯১ লিরায়।
তিনি জানান, লিরার এই মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে এরদোগান আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারেন এবং ২০২২ সালের শেষ দিকে নির্বাচনে যেতে পারে তুরস্ক।
আমানতকারীদের আত্মবিশ্বাস বাড়ানো জন্য অসাধারণ এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। কারণ অনেকেই তাদের আমানত বিদেশি মুদ্রায় রূপান্তর ও স্বর্ণ মজুত করছেন। এরদোয়ান সব সময়ই উচ্চ সুদ হারের বিরুদ্ধে। তিনি মনে করেন এর ফলেই মুদ্রাস্ফীতি বেড়ে যায়।টিভিতে দেওয়া এক ভাষণে এরদোগান জানান, তিনি ইসলামকে অনুসরণ করেই চলবেন। সে জন্যই তিনি সুদের হার কম করতে বলেছেন। তবে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করবেন এবং পেনশন তহবিলে আরও অর্থ দেবেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, একজন মুসলিম হিসাবে আমি সেটিই করব, যা আমাকে ধর্ম করতে বলে। সেটিই আমার কাছে একমাত্র নীতিনির্দেশিকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct