অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন গ্রামীণ টেক্স কালেক্টরেরা। স্থায়ীকরণ সহ প্রায় দশ দফা দাবি দাবা নিয়ে এদিন ডিস্ট্রিক্ট রুরাল এন্ড পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারের নিকট ডেপুটেশন দেন তারা। এদিন প্রথমে গ্রামীণ টেক্স কালেক্টরদের একটি দল সংগঠিতভাবে মিছিল করে জেলা সমাহর্তার দপ্তরের সামনে আসেন। এবং তারপর তাদের একটি প্রতিনিধিদল ডিপিআরডিও এর কাছে ডেপুটেশন দেন। এবিষয়ে গ্রামীণ টেক্স কলেক্টর বৈদ্যনাথ সেন জানান, ‘আমরা গ্রাম পঞ্চায়েত স্তরে টেক্স কলেক্টর এর কাজ করি। আমরা আজ দশ দফা দাবিতে ডিপিআরডিও’র কাছে ডেপুটেশন দিতে চলেছি। আমাদের দাবিগুলো যাতে সরকার মেনে নেন, সেই আবেদন রাখবো। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজন পড়লে আমারা রাস্তায় বসে আন্দোলনের চিন্তাভাবনা শুরু করব।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct