নাজিম আক্তার,চাঁচল,আপনজন: ফোন করে ডেকে এক সাংবাদিক ও ক্যামেরাম্যানকে প্রাণনাশের অভিযোগ উঠেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের রাঙ্গাইপুর এলাকার এক দুষ্কৃতী বাবর আলি ওরফে বাবলু ও তার চার থেকে পাঁচ জন সঙ্গীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে সোমবার হরিশ্চন্দ্রপুরের মঙ্গল এলাকায়।তাদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নিগৃহীত সাংবাদিক।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
আহত সাংবাদিক হাবিবুর রহমান জানান
বাবলু তার এলাকার এক খবর সংগ্রহের জন্য ফোন করে তাকে ডাকে। ক্যামেরাম্যান সাইরাজ ইসলামকে সঙ্গে করে নিয়ে রাঙ্গাইপুর এলাকায় খবর সংগ্রহ করতে যাওয়ার পথে মঙ্গল এলাকায় বাবলু চার থেকে পাঁচজন সঙ্গীকে নিয়ে পথ আটকে তাঁদেরকে মারধর করে এবং মোবাইল ও বাইক কেড়ে নিয়ে ভাংচুর করে বলে অভিযোগ। তাঁরা চিৎকার চেঁচামেচি করলে তাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে দুষ্কৃতীরা তাদেরকেও ভয় দেখাতে থাকে। ঘন্টাখানেক পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান বলে খবর।এর মূলে নিশ্চয়ই কোনো রাজনৈতিক নেতার হাত রয়েছে বলে তার দাবি। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান ঘটনাস্থল থেকে ভাঙ্গাচুরা বাইক ও মোবাইল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কি কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।
মালদা জেলা সিপিআইএম কমিটির সদস্য শেখ খলিল এই ধরনের ঘটনাকে নিন্দা জানিয়েছেন এবং দুস্কৃতীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।
সাংবাদিককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ সেই সাথে ফুঁসে উঠেছে মালদা জেলার সকল সাংবাদিকরা। তবে, এ বিষয়ে অভিযুক্তদের কাছে ফোন করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct