আপনজন ডেস্ক: প্রত্যাশিত মতোই কলকাতা পুরসভায় ফের ক্ষমতায় এল তৃণমূল কংগ্রেস। গতবারের তুলনায় আরও বেশি আসন নিয়ে এবারের কলকাতা পুরসভার চালকের আসনে ফের বসছে তৃণমূল কংগ্রেস। তবে, বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে কলকাতা পুরসভায় ভোটপ্রাপ্তির হারে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। যদিও মোট ১১৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই পেয়েছে ১৩৪টি আসন, তিনটি বিজেপি, দুটি সিপিএম, দুটি কংগ্রেস ও তিনটি নির্দল। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭১.৯৫ শতাংশ ভোট। বামফ্রন্ট পেয়েছে ১১.৯৩ শতাংশ, বিজেপি ৮.৯৪ শতাংশ, কংগ্রেস ৪.৪৭ শতাংশ আর নির্দল ৩.২৫ শতাংশ। ফলে, বিরোধীরা একেবারেই ধরাশায়ী। মঙ্গলবার সকাল থেকেই তৃণমূল ব্যাপকভাবে এগিয়ে থাকার পর দুপুর গড়াতেই তৃণমূলের বিপুল জয় নিশ্চিত হয়ে পড়ে। তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাংবাদিকদের জয়ের জন্য নগরবাসীকে দন্যবাদ জানিয়ে বিরোধীদের ধরাশায়ী প্রসঙ্গে বললেন, ‘বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল, আর কংগ্রেস দে আর দ্য স্যান্ডউইচ’। মমতা আরও বলেন, কলকাতা পুরভোটের এই ফলাফল জাতীয় ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে। এটি জাতীয় স্তরেও একটি জয়। বাম, কংগ্রেস, বিজেপি মানুষের দ্বারা পরাজিত। গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। এছাড়া ট্যুইট করে মমতা বলেন, কলকাতা পুর নির্বাচনে আপনার বিজয়ের জন্য সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন। অধ্যবসায় এবং কৃতজ্ঞতার সঙ্গে মানুষের সেবা করতে মনে রাখবেন! আমি আবারও আমাদের উপর তাদের বিশ্বাস রাখার জন্য কলকাতা পুরসভার প্রতিটি একক বাসিন্দাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তৃণমূলের এই জয়ে উচ্চ্ছ্বসিত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ট্যু্েটি করে বলেন, কলকাতার মানুষ আবার প্রমাণ করলেন ঘৃণা এবং হিংসার রাজনীতির কোনও জায়গা বাংলায় নেই। এইরকম বিপুলভাবে আশীর্বাদ করার জন্য বাংলার প্রতিটি মানুষকে আমি ধন্যবাদ জানাই। অত্যন্ত বিনীতভাবে জানাচ্ছি, আপনাদের উন্নতির জন্য আমরা আমাদের লক্ষ্যপূরণে স্থির থাকব। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বিজেপির বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠে বলেন, এই ববি হাকিম মুসলিম বলে তাঁকে হ্যাটা কর, তাঁকে দেশের বাইরে বের করে দাও! এটা প্রত্যাশিত নয়। আমরা সবাই ভারতের সন্তান। ভারতে জন্মেছি, বড় হয়েছি, ভারতেই মৃত্যুবরণ করব। বার বার করে এই অপমানটা জ্বালিয়ে দেয় ভিতরটাকে। মনে হয়, আমার মায়ের প্রতি ভালোবাসা আমাকে প্রমাণ করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct