এম. এ. মনু,সাঁকরাইল,আপনজন: রুরাল মেডিকেল প্রাকটিশনার্স এ্যাসোশিয়ান হাওড়া জেলা কমিটির পঞ্চম সম্মেলন হলো, দক্ষিণ সাঁকরাইলের স্টার স্পোর্টিং ক্লাবের সভা ঘরে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, ডাঃ নর্মান বেথুনের প্রতিকৃতিতে মাল্যদান, ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে সভা শুরু হয়। আলোচনায় বিভিন্ন দাবী নিয়ে সরব গ্রামীণ চিকিৎসক, গ্রামীণ চিকিৎসকের পেশার স্বীকৃতির দাবিতে ধারাবাহিক ভাবে আন্দোলন ,সংগ্রাম, গ্রামের মানুষের সুষ্ঠ চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে সরকারি ভাবে প্রশিক্ষণ, উন্নত চিকিৎসার পাঠদান, লাইব্রেরী স্হাপন করা,, কর্মশালা, সচেতনতা বৃদ্ধি করা।জাতীয় কর্মসূচিতে গ্রামীন চিকিৎসকদের অগ্রধিকারের দাবী জানায়, এছাড়াও অপ্রয়োজনীয় ও নিষিদ্ধ ওষুধ বন্ধ করা।
গ্রামীণ চিকিৎসক সংগঠনের সামাজিক,সাংস্কৃতিক, সেবা মূলক কাজ চলছে দীর্ঘ সময় ধরে সকলের প্রচেষ্টায়। সম্মেলনে উপস্থিত জেলার ব্লক স্তরের সদস্য ও নেতৃত্ব। জেলা সভাপতি শান্তি রঞ্জন প্রামাণিক, জেলা সম্পাদক নূরুল হুদা সিপাই, জেলা সভাপতি সুনীল মাইতি, কবিরুল মোল্লা, প্রমূখ, সম্মেলনের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানান আম্বিয়া বেগম।সাংবাদিক প্রশ্নে কী বললেন বিপ্লব মল্লিক? শুনা যাক,
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct