সেখ রিয়াজউদ্দিন,বীরভূম,আপনজন: রবিবার ছিল কলকাতা পৌরসংস্থার নির্বাচন, সেখানে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার বামফ্রন্টের পক্ষ থেকে বীরভূম জেলার নানা প্রান্তে অবস্থান, বিক্ষোভ প্রদর্শন ও পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন কলকাতা পৌরসংস্থার নির্বাচনকে প্রহসনে পরিনত করেছে শাষক তৃনমূল কংগ্রেস। সেখানে সন্ত্রাস, ভোট লুঠ এবং শাষক তৃণমূল কংগ্রেস বিরোধীদের উপর আক্রমণ চালায়। উক্ত ঘটনায় জড়িত দোষীদের আটক ও শাস্তি প্রদান এবং পুন নির্বাচন করার দাবিতে বীরভূম জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জেলা ব্যাপী অবস্থান,বিক্ষোভ মিছিল প্রদর্শন, পথসভার কর্মসূচি পালন করা হয়
বলে দলীয় সূত্রে জানা যায়। এদিন বীরভূম জেলার দুবরাজপুর শহরে সিপিআই এম এর দলীয় কার্যালয় থেকে মিছিল শহর পরিক্রমা করে এবং থানার সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন ও পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআই এম বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি, দুবরাজপুর এরিয়া কমিটির সম্পাদক পল্টু বাগ্দী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। অনুরূপভাবে বীরভূম জেলার রামপুরহাট, বোলপুর, নলহাটি, রাজনগর সহ বিভিন্ন এলাকায় অবস্থান বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct