আপনজন ডেস্ক: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ কলকাতা পুরসভা নির্বাচনের ভোট গণনা। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ১৬টি বরো রয়েছে। বরোভিত্তিক গণনা হবে। কোথাও একসঙ্গে দু’টি বরোর গণনা হবে। কোথাও আবার একইসঙ্গে চারটি বরোর গণনা চলবে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে দু’জন করে ডিসি। দু’একটি গণনাকেন্দ্রের দায়িত্বে আরও একজন অতিরিক্ত ডিসি। প্রত্যেক গণনাকেন্দ্রের দায়িত্ব থাকছে ২ জন ডেপুটি কমিশনারের উপর। থাকছেন ৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৯ জন ইনস্পেকটর, ৩০ জন সাব ইনস্পেক্টর, ৪০ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর, ৮ জন সশস্ত্র পুলিশ, ১১৮ লাঠিধারী পুলিশ, ৩০ জন ট্র্যাফিক পুলিশ, ১৮ জন মহিলা পুলিশ। থাকছে একটি পিসিআর ভ্যান। থাকছে কুইক রেসপন্স টিম, ফ্লাইন স্কোয়াড ও রিজার্ভ ফোর্সও। থাকবে ড্রোনের মাধ্যমেও নজরদারি। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে এবার ৪৯৫৯টি বুথে ভোট গ্রহণ হয়। এর মধ্যে ১১৩৯টি বুথকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছিল রাজ্য নির্বাচন কমিশন। উল্লেখযোগ্যভাবে এই ‘স্পর্শকাতর’ বুথগুলির মধ্যে সাত নম্বর বরোতেই ছিল ২৫০টি। অন্যদিকে স্পর্শকাতর বুথ সবথেকে কম ছিল ১৩ নম্বর বরোয়। এখানে এরকম বুথের সংখ্যা ২২টি। কলকাতা পুরসভা এলাকার ১৬টি বরোতেই কমবেশি স্পর্শকাতর বুথ ছিল।
ভোটের দিন হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। একজন কংগ্রেস প্রার্থীকে বিবস্ত্র করে মারধরের ভডিও ভাইরাল হয়েছে। বামেরা বুথ দখলের অীবযোগে রাস্তায নেমে পথ অবরোধও করেছে। যদিও তৃণমূল নেত্রী বলেছেন, শহরবাসী ভোট দিয়েছেন উৎসবের মেজাজে। এই টানাপোড়েনের মদ্যে আজ মঙ্গলবার কলকাতা পুরসভার ভেটা গণনা হচ্ছে। বিকালের আগেই মোটামুটি জানা যাবে এবারের কার দখলে যাচ্ছে কলকাতা পুরসভা। এবার কলকাতা পুরভোটে মোট প্রার্থী ছিলেন ৯৫০ জন। তাঁদের মধ্যে ৩৭৮ জন নির্দল প্রার্থী। ২০১৫ সালের কলকাতা পুরনিগমের ভোটে ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১১৪টিতে জিতেছিল তৃণমূল। বামেদের দখলে ছিল ১৫, বিজেপি ৭, কংগ্রেস ৫টি ওয়ার্ড। এছাড়া ৩টি জিতেছিল অন্যেরা।
জানা গেছে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গণনা হবে পুরনিগমের ১ এবং ২ নম্বর বরোর। এক নম্বর বরোর মধ্যে রয়েছে ওয়ার্ড নং ১ থেকে ওয়ার্ড নং ৯। একইসঙ্গে দুই নম্বর বরোর অন্তর্গত ১০থেকে ২০ নম্বর ওয়ার্ডের গণনা হবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গণনা হবে ৩ থেকে ৬ নম্বর বরোর। ৩ নম্বর বরোর ১৩, ১৪ এবং ২৯ – ৩৫ নম্বর ওয়ার্ড; ৪ নম্বর বরোরর ২১ -২৮ এবং ৩৮,৩৯ নম্বর ওয়ার্ড; ৫ নম্বর বরোর ৩৬, ৩৭, ৪০ – ৪৫, ৪৮, ৪৯ এবং ৫০ নম্বর ওয়ার্ড এবং ৬ নম্বর বরোর অন্তর্গত ৪৭, ৫১ – ৫৫ এবং ৬০, ৬১ ও ৬২ নম্বর ওয়ার্ডের গণনা হবে এখানে। মোট ৪০ টি ওয়ার্ডের ভোট গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে গণনা হবে ১৬টি ওয়ার্ডের।
ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে গণনা হবে মোট ১১ টি ওয়ার্ডের। হেস্টিংসে ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেনে গণনা হবে ৯ নম্বর বরোর।যোধপুর পার্ক বয়েজ স্কুলে গণনা হবে ১০ নম্বর বরোর অন্তর্গত ১২ টি ওয়ার্ডের। বরিশা হাই স্কুল গণনা হবে ১৩ নম্বর বরোর ৭ টি ওয়ার্ডের। ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজে গণনা হবে ১৪ নম্বর বরো, সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লসে গণনা হবে ১৫ নম্বর বরো এবং জোকা ব্রতচারী বৃদ্ধাশ্রম স্কুলে গণনা হবে ১৬ নম্বর বরোর ওয়ার্ডগুলির।
আরও পড়ুন: