আজিজুর রহমান,গলসি,আপনজন: গলসির পুরসায় ডিভিসি সংলগ্ন মাঠে ফুটবলের ফাইনালে জয়ী হল উচ্চগ্রাম মিলন সংঘ। এদিন তারা ট্রাইব্রেকারে কালনা আরিয়ান আলামীন ছাত্র একাদশে হারিয়ে খেলায় জয়ী নির্বাচিত হয়। এই খেলাটি শুরু হয়েছে ইংরেজী ১৭ নভেম্বর থেকে। এদিন ফাইনাল খেলাকে ঘিরে সিভিক ভলেন্টিয়ার স্বর্গীয় মান্তু কুমার দাঁ স্মৃতি সম্মানের আয়োজন করে ডিডিএন বাংলা। যেখানে এলাকার সেখ রাজিব ও সেখ ইমাদাদুল হককে সেরা সিভিক ভলেন্টার পুরস্কারে ভুষিত করা হয় এবং সেরা ট্রাফিক পুলিশ মোহন চক্রবর্তীতে সম্মানিত করা হয়। তাছাড়াও মানবিক পুলিশ হিসাবে মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জ্জী, অফিসার সামাউর রহমান ও কাকন কুন্ডু ছাড়াও গলসি ওসি দীপঙ্কর সরকারকে সম্মানিত কবিতার মানপত্র দিয়ে করা হয়। এর পাশাপাশি এলাকায় ট্রাফিক আইন মেনে চলা যান চালক সুজিত মন্ডল ও মাবুদ মন্ডলকে পুরস্কৃত করা হয়। এবং থানার অ্যাম্বুলেন্স চালক কপিলদেব মন্ডল ও মনিরুল হোসেন মুন্সি এবং সহকারী উত্তম সামুইকে পুরস্কৃত করা হয়। বিশিষ্ট সমাজ সেবী মহঃ আসরফউদ্দিনকে জেলায় সবচাইতে বেশি রক্তদান শিবির করায় সম্মানে ভুষিত করা হয়। এর পাশাপাশি সড়কে দুর্ঘটনা গ্রস্থ মানুষদের সাহায্য করার জন্য এলাকার সোহেল মন্ডল ও সেখ মনিরুদ্দিন কে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন, গলসি ওসি দীপঙ্কর সরকার, জাকির হোসেন, সেখ রেজাউল, রহমত মোল্লা, বিশ্বনাথ রায়, অপার্থিব ইসলাম, আমানুল্লা মন্ডল, সভাপতি সেখ রোকেয়া, ডাক্তার ফারুক হোসেন সহ অনেকে। খেলায় প্রথমে কালনা দুটি গোল করে। দ্বিতীয় পালটা দুটি গোল হয়। ফলে খেলা অমিমাংশিত থেকে যায়। ট্রাইব্রেকারে ৩- ১ গোলে জয়ী হয় উচ্চগ্রাম মিলন সংঘ। সর্বসাকুল্যে খেলায় ৫-৩ জয়ী হয় উচ্চগ্রাম। ম্যান অফদা ম্যাচ হন কালনার খেলোয়াড় রাম কিস্কু ও ম্যান অফদা সিরিজ হন উচ্চগ্রামের খেলোয়াড় সমর রায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct